বিনোদন প্রতিবেদক, ঢাকা
মুক্তির প্রথম দিন থেকেই দারুণ সাড়া পাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। প্রথম সিনেমা দিয়েই প্রশংসা পাচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। আলোচনা হচ্ছে সিনেমাটোগ্রাফি নিয়েও। এর মধ্যেই শনিবার মধ্যরাতে ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি দাবি করলেন বরবাদের সিনেমাটোগ্রাফি তাঁর করা, অথচ ক্রেডিট লাইনে রয়েছে বাংলাদেশের রাজু রাজের নাম। এই ঘটনায় মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পোস্টের কমেন্ট ঘরে নিজের রাগ উগরে দেন শৈলেশ।
দুই দশকের বেশি সময় কাজ করছেন মুম্বাইয়ের সিনেমাটোগ্রাফার শৈলেশ। কাজ করেছেন বলিউড ও টালিউডে। তাঁর উল্লেখযোগ্য কাজগুলো হলো ‘খাদান,’ ‘গাবরু গ্যাং’, ‘চ্যালেঞ্জ টু’, ‘জানেমান’, ‘পাওয়ার’, ওয়েব সিরিজ ‘গারমি’ ইত্যাদি। বরবাদ সিনেমায়ও সিনেমাটোগ্রাফি করেছেন শৈলেশ। কিন্তু ক্রেডিট লাইনে নিজের নাম দেখতে না পেয়ে খেপে যান তিনি। ৫ এপ্রিল রাতে আক্ষেপ নিয়ে শৈলেশ আওয়াস্থি লেখেন, ‘যখন তোমার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা হয় এবং অন্যরা তোমার কাজের কৃতিত্ব নেয়, তখন সেটা হতাশাজনক। বরবাদ-এর সিনেমাটোগ্রাফার হিসেবে আমার শতভাগ দিয়েছি। তা ছাড়া আমি সৃজনশীল বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে সিনেমাটিকে বানাতে সাহায্য করেছি। কিন্তু আমাকে সেই কৃতিত্ব দেওয়া হয়নি। রাজু রাজ, যাকে ডিওপি হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছে, তিনি সিনেমার সঙ্গে খুব কমই যুক্ত ছিলেন। আমি মাঠে ছিলাম, শটগুলি আমি সাজিয়েছিলাম, ভিজ্যুয়াল ডিজাইন আমি করেছিলাম। আমার দায়িত্বের বাইরে গিয়েও আমি কাজ করেছি। এটা অহংকার নয়, এটা ন্যায্যতার প্রশ্ন। পোস্টার, উইকিপিডিয়া এবং আইএমডিবিতে নাম পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সত্য সর্বদা তার পথ খুঁজে নেয়।’
আরেক মন্তব্যে তিনি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন। শৈলেশ আওয়াস্থি লেখেন, ‘নিজেকে পরিচালক হিসেবে পরিচয় দেওয়ার আগে ভালো সিনেমা নির্মাণ করতে শিখুন। শুধু আইডিয়া কপি পেস্ট না করে মৌলিক কিছু করার চেষ্টা করুন। বরবাদকে শক্তিশালী করতে আমি আপনাকে সাপোর্ট করেছি, ডিওপি হিসেবে সর্বোচ্চ দেওয়ার পাশাপাশি পরিচালনাতেও ইনপুট দিয়েছি। আর আপনি সেটার বিনিময়ে আমার ক্রেডিট রাজু রাজকে দিলেন? এই লোক কে? যার সিনেমাটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণাই নেই, আর অন্যের কাজ নিজের নামে চালিয়ে নিতে যার লজ্জাও হয় না। আমি ভিজ্যুয়ালি ও ক্রিয়েটিভলি এই প্রজেক্টটি টেনেছি, আর বাকিরা শুধু উপস্থিত ছিল। যারা আসলে আপনার সিনেমা বানিয়েছে, তাদের প্রতি এই অবমাননা করবেন না। এটা শুধু পেশাগত নয়, ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। আমি এ বিষয়ে চুপ করে থাকব না!’
দৃষ্টি আকর্ষণের জন্য পরিচালকের কয়েকটি পোস্টের নিচে মন্তব্যের ঘরে একই লেখা পোস্ট করেন শৈলেশ। ভারতের সিনেমাটোগ্রাফারের এমন মন্তব্যের পর শুরু হয় সমালোচনার ঝড়।
শৈলেশের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘যে সিনেমাটোগ্রাফারের অনুমতি নেওয়া হয়েছিল তিনি কাজটি করতে পারেননি। পরে ভারতের ডিওপি (শৈলেশ) কাজটি করেন। পারমিশন জটিলতার কারণে উইকিপিডিয়াসহ অন্যান্য জায়গায় ক্রেডিট লাইনে তাঁর নাম ব্যবহার করা যায়নি। তা ছাড়া সিনেমার ক্রেডিট লাইনটা তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সে সময় আমি উপস্থিত ছিলাম না। আমার মনে হয় এটা ফিল্ম পলিটিক্সের একটা অংশ। এটা একটা ভুল বোঝাবুঝি। তাঁর (শৈলেশ) সঙ্গে আমাদের কথা হয়েছে।’
এই বিষয়ে সিনেমাটোগ্রাফার রাজু রাজের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা পাঠালেও আসেনি কোনো উত্তর।
আজ রোববার দুপুরে শৈলেশ জানান, পরিচালকের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে। ফেসবুকে শৈলাশ লেখেন, ‘পরিচালক হৃদয় ও আমার মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যার সমাধান হয়েছে। আমরা পরিবারের মতো। তাই মতানৈক্য হতে পারে। আমরা আলোচনার মাধ্যমে সব ঠিক করেছি। দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই ভুল বোঝাবুঝির ফায়দা নিতে চাচ্ছে। দয়া করে বরবাদ নিয়ে অযাচিত কোনো ইস্যু তৈরি করবেন না। আমি বরবাদে ডিওপি হিসেবে কাজ করতে পেরে গর্বিত। নিজের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি।’
উল্লেখ্য, মুক্তির আগেও ঝামেলা হয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বরবাদ নিয়ে। শোনা যায়, যৌথ প্রযোজনায় নির্মাণ হলেও এই সিনেমার সব শুটিং হয়েছে ভারতে; যার জন্য অনুমতি নেওয়া হয়নি তথ্য মন্ত্রণালয়ের। তাই সিনেমাটি আটকে দিয়েছিল মন্ত্রণালয়। শেষ পর্যন্ত ঈদের কয়েক দিন আগে জটিলতা কাটিয়ে মন্ত্রণালয় থেকে অনুমতি পায় বরবাদ। সার্টিফিকেশন বোর্ডে গিয়েও পড়ে বাধার মুখে। পরে কিছু অংশের সংশোধন করে মুক্তির অনুমতি পায় বরবাদ।
ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের সঙ্গে বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন যৌথভাবে নির্মাণ করেছে বরবাদ। এতে শাকিবের নায়িকা টালিউডের ইধিকা পাল। আরও আছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, নুসরাত জাহান, স্যাম ভট্টাচার্য প্রমুখ।
মুক্তির প্রথম দিন থেকেই দারুণ সাড়া পাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। প্রথম সিনেমা দিয়েই প্রশংসা পাচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। আলোচনা হচ্ছে সিনেমাটোগ্রাফি নিয়েও। এর মধ্যেই শনিবার মধ্যরাতে ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি দাবি করলেন বরবাদের সিনেমাটোগ্রাফি তাঁর করা, অথচ ক্রেডিট লাইনে রয়েছে বাংলাদেশের রাজু রাজের নাম। এই ঘটনায় মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পোস্টের কমেন্ট ঘরে নিজের রাগ উগরে দেন শৈলেশ।
দুই দশকের বেশি সময় কাজ করছেন মুম্বাইয়ের সিনেমাটোগ্রাফার শৈলেশ। কাজ করেছেন বলিউড ও টালিউডে। তাঁর উল্লেখযোগ্য কাজগুলো হলো ‘খাদান,’ ‘গাবরু গ্যাং’, ‘চ্যালেঞ্জ টু’, ‘জানেমান’, ‘পাওয়ার’, ওয়েব সিরিজ ‘গারমি’ ইত্যাদি। বরবাদ সিনেমায়ও সিনেমাটোগ্রাফি করেছেন শৈলেশ। কিন্তু ক্রেডিট লাইনে নিজের নাম দেখতে না পেয়ে খেপে যান তিনি। ৫ এপ্রিল রাতে আক্ষেপ নিয়ে শৈলেশ আওয়াস্থি লেখেন, ‘যখন তোমার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা হয় এবং অন্যরা তোমার কাজের কৃতিত্ব নেয়, তখন সেটা হতাশাজনক। বরবাদ-এর সিনেমাটোগ্রাফার হিসেবে আমার শতভাগ দিয়েছি। তা ছাড়া আমি সৃজনশীল বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে সিনেমাটিকে বানাতে সাহায্য করেছি। কিন্তু আমাকে সেই কৃতিত্ব দেওয়া হয়নি। রাজু রাজ, যাকে ডিওপি হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছে, তিনি সিনেমার সঙ্গে খুব কমই যুক্ত ছিলেন। আমি মাঠে ছিলাম, শটগুলি আমি সাজিয়েছিলাম, ভিজ্যুয়াল ডিজাইন আমি করেছিলাম। আমার দায়িত্বের বাইরে গিয়েও আমি কাজ করেছি। এটা অহংকার নয়, এটা ন্যায্যতার প্রশ্ন। পোস্টার, উইকিপিডিয়া এবং আইএমডিবিতে নাম পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সত্য সর্বদা তার পথ খুঁজে নেয়।’
আরেক মন্তব্যে তিনি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন। শৈলেশ আওয়াস্থি লেখেন, ‘নিজেকে পরিচালক হিসেবে পরিচয় দেওয়ার আগে ভালো সিনেমা নির্মাণ করতে শিখুন। শুধু আইডিয়া কপি পেস্ট না করে মৌলিক কিছু করার চেষ্টা করুন। বরবাদকে শক্তিশালী করতে আমি আপনাকে সাপোর্ট করেছি, ডিওপি হিসেবে সর্বোচ্চ দেওয়ার পাশাপাশি পরিচালনাতেও ইনপুট দিয়েছি। আর আপনি সেটার বিনিময়ে আমার ক্রেডিট রাজু রাজকে দিলেন? এই লোক কে? যার সিনেমাটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণাই নেই, আর অন্যের কাজ নিজের নামে চালিয়ে নিতে যার লজ্জাও হয় না। আমি ভিজ্যুয়ালি ও ক্রিয়েটিভলি এই প্রজেক্টটি টেনেছি, আর বাকিরা শুধু উপস্থিত ছিল। যারা আসলে আপনার সিনেমা বানিয়েছে, তাদের প্রতি এই অবমাননা করবেন না। এটা শুধু পেশাগত নয়, ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। আমি এ বিষয়ে চুপ করে থাকব না!’
দৃষ্টি আকর্ষণের জন্য পরিচালকের কয়েকটি পোস্টের নিচে মন্তব্যের ঘরে একই লেখা পোস্ট করেন শৈলেশ। ভারতের সিনেমাটোগ্রাফারের এমন মন্তব্যের পর শুরু হয় সমালোচনার ঝড়।
শৈলেশের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘যে সিনেমাটোগ্রাফারের অনুমতি নেওয়া হয়েছিল তিনি কাজটি করতে পারেননি। পরে ভারতের ডিওপি (শৈলেশ) কাজটি করেন। পারমিশন জটিলতার কারণে উইকিপিডিয়াসহ অন্যান্য জায়গায় ক্রেডিট লাইনে তাঁর নাম ব্যবহার করা যায়নি। তা ছাড়া সিনেমার ক্রেডিট লাইনটা তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সে সময় আমি উপস্থিত ছিলাম না। আমার মনে হয় এটা ফিল্ম পলিটিক্সের একটা অংশ। এটা একটা ভুল বোঝাবুঝি। তাঁর (শৈলেশ) সঙ্গে আমাদের কথা হয়েছে।’
এই বিষয়ে সিনেমাটোগ্রাফার রাজু রাজের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা পাঠালেও আসেনি কোনো উত্তর।
আজ রোববার দুপুরে শৈলেশ জানান, পরিচালকের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে। ফেসবুকে শৈলাশ লেখেন, ‘পরিচালক হৃদয় ও আমার মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যার সমাধান হয়েছে। আমরা পরিবারের মতো। তাই মতানৈক্য হতে পারে। আমরা আলোচনার মাধ্যমে সব ঠিক করেছি। দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই ভুল বোঝাবুঝির ফায়দা নিতে চাচ্ছে। দয়া করে বরবাদ নিয়ে অযাচিত কোনো ইস্যু তৈরি করবেন না। আমি বরবাদে ডিওপি হিসেবে কাজ করতে পেরে গর্বিত। নিজের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি।’
উল্লেখ্য, মুক্তির আগেও ঝামেলা হয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বরবাদ নিয়ে। শোনা যায়, যৌথ প্রযোজনায় নির্মাণ হলেও এই সিনেমার সব শুটিং হয়েছে ভারতে; যার জন্য অনুমতি নেওয়া হয়নি তথ্য মন্ত্রণালয়ের। তাই সিনেমাটি আটকে দিয়েছিল মন্ত্রণালয়। শেষ পর্যন্ত ঈদের কয়েক দিন আগে জটিলতা কাটিয়ে মন্ত্রণালয় থেকে অনুমতি পায় বরবাদ। সার্টিফিকেশন বোর্ডে গিয়েও পড়ে বাধার মুখে। পরে কিছু অংশের সংশোধন করে মুক্তির অনুমতি পায় বরবাদ।
ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের সঙ্গে বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন যৌথভাবে নির্মাণ করেছে বরবাদ। এতে শাকিবের নায়িকা টালিউডের ইধিকা পাল। আরও আছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, নুসরাত জাহান, স্যাম ভট্টাচার্য প্রমুখ।
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটি পয়লা বৈশাখ ও তার পরের দিন দুটো প্রদর্শনী হচ্ছে।
১২ ঘণ্টা আগেনামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
১৬ ঘণ্টা আগেতিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীত জগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
১৮ ঘণ্টা আগেপ্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা...
১ দিন আগে