বিনোদন ডেস্ক
বড় অংকের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা শেঠি। ৩২ বছর বয়সী এই নারী ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এ সময়ে অভিনেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৭ লাখ রুপি গায়েব করে দিয়েছেন।
এ বছরের জানুয়ারিতে আলিয়ার মা সোনি রাজদান থানায় অভিযোগ জানানোর পর প্রকাশ্যে আসে বেদিকার কুকীর্তি।
সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে পুলিশ এই মামলার তদন্ত শুরু করে। মামলাটি নথিভুক্ত হওয়ার প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত বেদিকা শেঠিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত বেদিকাকে ১০ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পেমেন্ট সংক্রান্ত বিষয়, সময়সূচি পরিকল্পনা করাসহ আলিয়া ভাটের যাবতীয় বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন বেদিকা শেঠি। আলিয়ার সই জাল করে ২০২২ থেকে ২০২৪-এর আগস্টের মধ্যে ধাপে ধাপে দুটি অ্যাকাউন্ট থেকে ৭৬ দশমিক ৯ লাখ রুপি সরিয়েছেন বেদিকা।
তবে দুই বছরেও বিষয়টি বুঝতে পারেননি আলিয়া। টের পেয়েছিলেন অভিনেত্রীর মা সোনি রাজদান। বেদিকা শেঠির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ করেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বেদিকার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইতিমধ্যে বেদিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪২০ (প্রতারণা) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের মারোলের এনজি কোঅপারেটিভ হাউজিং সোসাইটি রোডের বাসিন্দা বেদিকা। পরিকল্পিতভাবেই তিনি আলিয়া এবং তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে প্রতারণা করেছেন। নায়িকার সহকারী হিসেবে তাঁর ওপর আর্থিক লেনদেনের গুরুদায়িত্ব দিয়েছিলেন আলিয়া। কিন্তু সেটির অপব্যবহার করেছেন বেদিকা।
তাঁর বিরুদ্ধে সোনি রাজদান থানায় অভিযোগ জানানোর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন বেদিকা। প্রথমে রাজস্থান, এরপর কখনো কর্নাটক, পুনে এবং সর্বশেষ বেঙ্গালুরুতে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। অবশেষে জুহু পুলিশ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করে সক্ষম হয়।
বড় অংকের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা শেঠি। ৩২ বছর বয়সী এই নারী ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এ সময়ে অভিনেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৭ লাখ রুপি গায়েব করে দিয়েছেন।
এ বছরের জানুয়ারিতে আলিয়ার মা সোনি রাজদান থানায় অভিযোগ জানানোর পর প্রকাশ্যে আসে বেদিকার কুকীর্তি।
সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে পুলিশ এই মামলার তদন্ত শুরু করে। মামলাটি নথিভুক্ত হওয়ার প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত বেদিকা শেঠিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত বেদিকাকে ১০ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পেমেন্ট সংক্রান্ত বিষয়, সময়সূচি পরিকল্পনা করাসহ আলিয়া ভাটের যাবতীয় বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন বেদিকা শেঠি। আলিয়ার সই জাল করে ২০২২ থেকে ২০২৪-এর আগস্টের মধ্যে ধাপে ধাপে দুটি অ্যাকাউন্ট থেকে ৭৬ দশমিক ৯ লাখ রুপি সরিয়েছেন বেদিকা।
তবে দুই বছরেও বিষয়টি বুঝতে পারেননি আলিয়া। টের পেয়েছিলেন অভিনেত্রীর মা সোনি রাজদান। বেদিকা শেঠির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ করেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বেদিকার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইতিমধ্যে বেদিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪২০ (প্রতারণা) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের মারোলের এনজি কোঅপারেটিভ হাউজিং সোসাইটি রোডের বাসিন্দা বেদিকা। পরিকল্পিতভাবেই তিনি আলিয়া এবং তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে প্রতারণা করেছেন। নায়িকার সহকারী হিসেবে তাঁর ওপর আর্থিক লেনদেনের গুরুদায়িত্ব দিয়েছিলেন আলিয়া। কিন্তু সেটির অপব্যবহার করেছেন বেদিকা।
তাঁর বিরুদ্ধে সোনি রাজদান থানায় অভিযোগ জানানোর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন বেদিকা। প্রথমে রাজস্থান, এরপর কখনো কর্নাটক, পুনে এবং সর্বশেষ বেঙ্গালুরুতে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। অবশেষে জুহু পুলিশ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করে সক্ষম হয়।
নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে নাটক ‘খনা’। আগামীকাল সোমবার একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে খনা নাটকের ৯৩তম প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেস্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
১০ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার জিতেছে। ‘সিলভার লায়ন’ এই উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কুসারু বিন হানিয়া।
১ দিন আগেপ্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।'
২ দিন আগে