বিনোদন ডেস্ক
‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক সেই ববিকে কি তিনি আবার পর্দায় ফিরিয়ে আনতে চান?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর ভেতরে যে ভিলেনের উপাদান আছে, সেটা নিজেও টের পাননি। অভিনেতা বলেন, ‘আমি যে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারি, তা নিজেও জানতাম না। আমার ওপর আস্থা রেখেছিলেন প্রকাশ ঝা, যিনি আমাকে আশ্রম সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। চরিত্রটি মানুষের এতটাই ভালো লেগেছিল যে প্রতিটি পর্ব দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত।’
অনেক বছর আড়ালে থাকার পর সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ দিয়ে নতুনভাবে পরিচিতি পান ববি দেওল। এতে তাঁর ভিলেন চরিত্র অবতার মন কাড়ে সবার। এমনকি মূল নায়ক রণবীর কাপুরকেও ছাপিয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। এর পর থেকে ভিলেন চরিত্রেই তাঁর চাহিদা বেড়েছে বেশি। ববি বলেন, ‘কয়েক বছর ধরে যে চরিত্রগুলোতে অভিনয় করছি, সব কটি আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম আমার লজ্জা করত, মনে হতো মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে। অ্যানিমেল সিনেমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। তবে সবশেষে যখন সবাই চরিত্রটিকে পছন্দ করলেন, সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়।’
ববি দেওল বলেন, ‘আমাকে ভিলেন চরিত্রে দেখে সবাই প্রশংসা করছে। তবে এটাও ঠিক, এবার মনে হচ্ছে, আমি একই রকম চরিত্রে বারবার অভিনয় করে চলেছি। তবে এবার আমি খলনায়কের চরিত্র থেকে সরে দাঁড়াতে চাই। এমন নয় যে আমি প্রধান চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এবার একটু অন্য রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আমার।’
ববি আরও বলেন, ‘এখন আমি এমন বয়সে পৌঁছে গেছি যে প্রধান চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। যে চরিত্রেই অভিনয় করব, সেটা যেন মানুষের ভালো লাগে, সেটাই আমার প্রধান উদ্দেশ্য। তবে একঘেয়ে চরিত্রে অভিনয় করা থেকে নিজেকে এবার দূরে রাখব।’
‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক সেই ববিকে কি তিনি আবার পর্দায় ফিরিয়ে আনতে চান?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর ভেতরে যে ভিলেনের উপাদান আছে, সেটা নিজেও টের পাননি। অভিনেতা বলেন, ‘আমি যে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারি, তা নিজেও জানতাম না। আমার ওপর আস্থা রেখেছিলেন প্রকাশ ঝা, যিনি আমাকে আশ্রম সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। চরিত্রটি মানুষের এতটাই ভালো লেগেছিল যে প্রতিটি পর্ব দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত।’
অনেক বছর আড়ালে থাকার পর সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ দিয়ে নতুনভাবে পরিচিতি পান ববি দেওল। এতে তাঁর ভিলেন চরিত্র অবতার মন কাড়ে সবার। এমনকি মূল নায়ক রণবীর কাপুরকেও ছাপিয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। এর পর থেকে ভিলেন চরিত্রেই তাঁর চাহিদা বেড়েছে বেশি। ববি বলেন, ‘কয়েক বছর ধরে যে চরিত্রগুলোতে অভিনয় করছি, সব কটি আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম আমার লজ্জা করত, মনে হতো মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে। অ্যানিমেল সিনেমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। তবে সবশেষে যখন সবাই চরিত্রটিকে পছন্দ করলেন, সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়।’
ববি দেওল বলেন, ‘আমাকে ভিলেন চরিত্রে দেখে সবাই প্রশংসা করছে। তবে এটাও ঠিক, এবার মনে হচ্ছে, আমি একই রকম চরিত্রে বারবার অভিনয় করে চলেছি। তবে এবার আমি খলনায়কের চরিত্র থেকে সরে দাঁড়াতে চাই। এমন নয় যে আমি প্রধান চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এবার একটু অন্য রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আমার।’
ববি আরও বলেন, ‘এখন আমি এমন বয়সে পৌঁছে গেছি যে প্রধান চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। যে চরিত্রেই অভিনয় করব, সেটা যেন মানুষের ভালো লাগে, সেটাই আমার প্রধান উদ্দেশ্য। তবে একঘেয়ে চরিত্রে অভিনয় করা থেকে নিজেকে এবার দূরে রাখব।’
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৬ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৭ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১১ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১১ ঘণ্টা আগে