Ajker Patrika

প্রমোদতরীর মাদক পার্টিতে আটক শাহরুখপুত্র

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮: ৪০
প্রমোদতরীর মাদক পার্টিতে আটক শাহরুখপুত্র

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মাদক সেবনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা।

ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখপুত্র। পুলিশ সূত্রে খবর, ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই প্রমোদতরীর পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। ওই প্রমোদতরী থেকে বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএমের মতো প্রচুর মাদক।

ভারতের বার্তা সংস্থা এনআইকে এনসিবির আঞ্চলিক পরিচালক সামির ওয়াংখেরে বলেন, `এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা কিছু ব্যক্তিকে আটক করেছি। তদন্ত চলছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত