Ajker Patrika

টুইটারে ‘ব্লু টিক’ হারালেন শাহরুখ–অমিতাভ

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২০: ৩৯
Thumbnail image

মাইক্রো ব্লগিং সাইট টুইটার অ্যাকাউন্টের ‘ব্লু টিক’ হারিয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বহু বড় তারকা। ব্লু টিক হারিয়েছেন বলিউডের অমিতাভ বচ্চন ও আলিয়া ভাটও। ক্রীড়া তারকাদের মধ্যে সেলেসাও তারকা নেইমার জুনিয়র, অলরাউন্ডার সাকিব আল হাসান, টিম ইন্ডিয়ার ক্রিকেটার বিরাট কোহলিও হারিয়েছেন টুইটারের ব্লু টিক। 

গতকাল বৃহস্পতিবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটার সাবস্ক্রিপশন ফি পরিশোধ না করা সমস্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নিয়েছে। 

মূলত, ২০০৯ সাল থেকে শুরু হওয়া ব্লু টিকের জন্য আগে কোনো অর্থ পরিশোধ করতে হতো না। কিন্তু ইলন মাস্ক কিনে নেওয়ার পর টুইটারে বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণা দেন। এরপর নতুন সিদ্ধান্তে জানানো হয়, যারা নামের পাশে ব্লু টিক রাখতে চান, তাঁদের অর্থ পরিশোধ করতে হবে। সম্প্রতি এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শাহরুখ-সাকিবেরা টুইটারে ব্লু টিক হারালেন। 

ব্লু টিক হারানোর তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থেকে শুরু করে আরও বড় বড় তারকাদের নাম। এই প্রসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, যারা আগেভাগেই সাবস্ক্রিপশন ফি দিয়ে রেখেছিলেন, টুইটারে শুধু তাঁদের নামের পাশেই ব্লু টিক রয়ে গেছে। 

টুইটার ব্লু টিক গ্রাহকদের যারা আইওএসে মাসিক ৭ দশমিক ৯৯ ডলার দিয়ে সাবস্ক্রাইব করেছেন, তাঁদের সাবস্ক্রিপশন মাসিক ১১ ডলার বা ১১৪ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে এক বছরের জন্য নবায়ন হবে। যারা এই ফি দিয়েছেন অ্যাপল তাঁদের স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাঠাবে। 

আর যারা প্রাথমিকভাবে আইওএসে ২ দশমিক ৯৯ বা মাসিক ৪ দশমিক ৯৯ ডলারে সাবস্ক্রাইব করেছেন, তাঁদের সাবস্ক্রিপশন আপগ্রেড করতে হবে প্রতি মাসে ৮ ডলার বা ওয়েবের জন্য বছরে ৮৪ ডলারে। অথবা মাসিক ১১ ডলার বা বাৎসরিক ১১৪ দশমিক ৯৯ ডলারে সাবস্ক্রিপশন নিতে হবে।

উল্লেখ্য, টুইটারে ব্লু টিকের জন্য বাংলাদেশি মুদ্রায় মাসে প্রায় সাড়ে ৮০০ টাকা খরচ করতে হবে। তবে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর পরিমাণ আরও বেশি। সে ক্ষেত্রে টুইটারকে দিতে হবে এক লাখ টাকারও বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত