Ajker Patrika

‘অন্তিম’ ছবিতে ভগ্নিপতির মুখোমুখি সালমান

‘অন্তিম’ ছবিতে ভগ্নিপতির মুখোমুখি সালমান

সালমন খান আর আয়ুশ শর্মার মুক্তি প্রতীক্ষিত ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। সামনে এল  এই ছবির ফার্স্টলুক পোস্টার। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রথম পোস্টারে দেখা মিলল সালমান ও তাঁর বোন জামাইকে। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর।

‘অন্তিম’-এর গল্প এগিয়েছে পুলিশ আর গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। ফার্স্টলুক পোস্টারে সালমন আর আয়ুশ যেভাবে একে অপরের চোখে চোখ রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে ছবি জুড়েই বিপরীত মতাদর্শের পুলিশ আর গ্যাংস্টারের লড়াই দেখা যাবে।

সালমান খান ও আয়ুশ শর্মাএর আগে বলিউড ছবি ‘লাভযাত্রী’তে দেখা গিয়েছিল সালমানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মাকে। আয়ুশকে বলিউডে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় উঠেপড়ে লেগেছেন সালমান। ‘লাভযাত্রী’-তে তাঁর অভিনয় সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে সালমানও দমবার পাত্র নন! এবার ‘অন্তিম’- এ তাঁর চ্যালেঞ্জ তাই আয়ুশই। ‘লাভযাত্রী’তে পাশের বাড়ির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার বডিবিল্ডার গ্যাংস্টারের সঙ্গে লড়তে দেখা যাবে। রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য।

ফার্স্টলুক পোস্টারেই ছবি নিয়ে কৌতুহল বেড়েছে দর্শকের। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বরুণকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত