তামিল পরিচালক অ্যাটলি কুমার-এর প্রথম হিন্দি ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান। ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই ছবির শুটিং সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। শুটিং হবে পুনেতে। ১০ দিনের শিডিউল রয়েছে পুনেতে। তারপর মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু জায়গায় হবে ছবির শুটিং। এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা নয়নতারাকে। এছাড়াও রয়েছে আরও এক চমক, শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কমেডিয়ান সুনীল গ্রোভার ও সানিয়া মালহোত্রাকে।
বেশ কিছুদিন আগেই ঘোষণা হয় অ্যাটলি কুমারের প্রথম হিন্দি ছবির। শাহরুখের বাড়িতেও দেখা গিয়েছিল অ্যাটলিকে। প্রায় দু’মাস আগে ছবির স্ক্রিপ্ট রিডিং করাতেই কিং খানের বাড়িতে যান পরিচালক। এই ছবিতে শাহরুখকে দেখা যাবে একজন ‘র’ অফিসারের চরিত্রে। ২০২০ সালে প্রথম এই ছবির ঘোষণা করা হয়। জানা যায়, এই ছবির বাজেট প্রায় ২০০ কোটি।
রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে মন দিয়েছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠানের’ পর অ্যাটলির এই ছবিও অ্যাকশন ভরপুর । ‘পাঠানের’ শুটিং শুরু হয়েছিল যশ রাজ স্টুডিয়োতে। সম্প্রতি ‘পাঠান’ ছবির শুটিং শেষ করতে ইউরোপে যান শাহরুখ খান। সঙ্গে ছিলেন দিপীকা পাড়ুকোনও। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির মাধ্যমে ফের বড়পর্দায় জনপ্রিয় এই জুটিকে দেখতে উৎসুক দর্শকরা। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন জন আব্রাহাম। শাহরুখ ও দীপিকার একটি গানের শুটিং হবে স্পেনে। শাহরুখ চেয়েছিলেন ‘পাঠান’-এর কাজ শেষ করে তারপর অ্যাটলির ছবিতে হাত দিতে যাতে পুরো সময়টা এই ছবিকে তিনি দিতে পারেন।
২০১৮-র ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘জিরো’। তারপর নতুন কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি। ‘পাঠান’ ছবিতেই ফিরছেন কিং খান শাহরুখ। তবে এই দুইটি ছবি ছাড়াও শাহরুখকে দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে অতিথি চরিত্রে, যার মধ্যে রয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’।
তামিল পরিচালক অ্যাটলি কুমার-এর প্রথম হিন্দি ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান। ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই ছবির শুটিং সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। শুটিং হবে পুনেতে। ১০ দিনের শিডিউল রয়েছে পুনেতে। তারপর মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু জায়গায় হবে ছবির শুটিং। এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা নয়নতারাকে। এছাড়াও রয়েছে আরও এক চমক, শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কমেডিয়ান সুনীল গ্রোভার ও সানিয়া মালহোত্রাকে।
বেশ কিছুদিন আগেই ঘোষণা হয় অ্যাটলি কুমারের প্রথম হিন্দি ছবির। শাহরুখের বাড়িতেও দেখা গিয়েছিল অ্যাটলিকে। প্রায় দু’মাস আগে ছবির স্ক্রিপ্ট রিডিং করাতেই কিং খানের বাড়িতে যান পরিচালক। এই ছবিতে শাহরুখকে দেখা যাবে একজন ‘র’ অফিসারের চরিত্রে। ২০২০ সালে প্রথম এই ছবির ঘোষণা করা হয়। জানা যায়, এই ছবির বাজেট প্রায় ২০০ কোটি।
রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে মন দিয়েছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠানের’ পর অ্যাটলির এই ছবিও অ্যাকশন ভরপুর । ‘পাঠানের’ শুটিং শুরু হয়েছিল যশ রাজ স্টুডিয়োতে। সম্প্রতি ‘পাঠান’ ছবির শুটিং শেষ করতে ইউরোপে যান শাহরুখ খান। সঙ্গে ছিলেন দিপীকা পাড়ুকোনও। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির মাধ্যমে ফের বড়পর্দায় জনপ্রিয় এই জুটিকে দেখতে উৎসুক দর্শকরা। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন জন আব্রাহাম। শাহরুখ ও দীপিকার একটি গানের শুটিং হবে স্পেনে। শাহরুখ চেয়েছিলেন ‘পাঠান’-এর কাজ শেষ করে তারপর অ্যাটলির ছবিতে হাত দিতে যাতে পুরো সময়টা এই ছবিকে তিনি দিতে পারেন।
২০১৮-র ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘জিরো’। তারপর নতুন কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি। ‘পাঠান’ ছবিতেই ফিরছেন কিং খান শাহরুখ। তবে এই দুইটি ছবি ছাড়াও শাহরুখকে দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে অতিথি চরিত্রে, যার মধ্যে রয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে