Ajker Patrika

প্রয়াত অভিনেতা সুশান্তের সেই ফ্ল্যাটে উঠেছেন আদা শর্মা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৩ জুন ২০২৪, ১৫: ৩২
প্রয়াত অভিনেতা সুশান্তের সেই ফ্ল্যাটে উঠেছেন আদা শর্মা

মুম্বাইয়ের বান্দ্রায় যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত‌ সিং রাজপুত, সেই ফ্ল্যাটেই এখন থাকছেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। গত বছরই গুঞ্জন উঠেছিল ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদা শর্মা মুম্বাইয়ের ওই ফ্ল্যাট কিনেছেন। এবার জল্পনা সত্যি করে পাকাপাকিভাবে ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন অভিনেত্রী।

জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। সরাসরি স্বীকার না করলেও তখন আদা শর্মার কথায় এর ইঙ্গিত মেলে। সুশান্তের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের বাইরে দেখাও যায় আদাকে। অভিনেত্রী তখন জানান, শিগগিরই বিষয়টি খোলাসা করবেন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সুশান্তের ফ্ল্যাটেই উঠেছেন তিনি। প্রায় পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন ফ্ল্যাটটি। চার মাস ধরে সেখানে থাকছেন তিনি। কেমন লাগছে আদার? জানালেন অভিনেত্রী।

ওই ফ্ল্যাট ভাড়া নিতে প্রচুর অর্থ খরচ হয়েছে আদার। কিন্তু টাকার অঙ্ক নিয়ে কিছু বলতে চাননি তিনি। আদার কথায়, ‘মাঝে আমি নিজের সিনেমার প্রচার ও অন্য কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। তবে চার মাস হলো আমার নিজের সংসার গুছিয়ে নিয়েছি সেখানে। আমি বাড়ি নিয়ে বড্ড খুঁতখুঁতে। যেখানে আমি ইতিবাচক পরিবেশ পাই না, সেখানে থাকতে পারি না। আমি বরাবর প্রকৃতির মধ্যে বড় হয়েছি। পাখির আওয়াজ, গাছ, এ সবের মাঝে। তাই মুম্বাই শহরে তেমনই একটা বাড়ি খুঁজছিলাম।’

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর ফাঁকাই পড়ে ছিল মুম্বাইয়ের অভিজাত এলাকার সেই ফ্ল্যাট। ছবি: সংগৃহীত২০২০ সালের জুনে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে ফাঁকাই পড়ে ছিল মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার জগার্স পার্কের সেই ফ্ল্যাট। যখন সেখানে ভাড়া থাকতেন সুশান্ত, নিজের হাতে সাজিয়েছিলেন ঘরের প্রতিটি কোণ। সেই সময় সুশান্ত প্রায় ৪ লাখ রুপি ভাড়া দিতেন ৩ হাজার ৬০০ বর্গফুটের এই সমুদ্রমুখী ফ্ল্যাটটির জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত