Ajker Patrika

সন্তানদের নিয়েই আমিরের যত চিন্তা

বিনোদন ডেস্ক
Thumbnail image
মেয়ে ইরা খানের সঙ্গে আমির খান। ছবি: ইনস্টাগ্রাম

চার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানসিক থেরাপিতে অংশ নিচ্ছেন ইরা। এই বিশেষ থেরাপি নিয়ে তাঁদের বাবা-মেয়ের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছেন আমির।

নেটফ্লিক্সের এক শোতে আমির খান মুখ খুলেছেন এ নিয়ে। জানিয়েছেন, নিজেদের মধ্যকার সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে ও সেগুলোর সমাধান করতে যৌথ থেরাপি নিচ্ছেন তাঁরা। সেই অভিজ্ঞতা জানিয়ে আমির বলেন, ‘ইরাই আমাকে অনেকটা জোর করে এ পথে নিয়ে এসেছে। তবে থেরাপিটা খুবই কাজে দিয়েছে। ইরা ও আমি কয়েক বছর ধরে যৌথ থেরাপি নিচ্ছি। আমাদের নিজেদের সম্পর্ক ভালো রাখার জন্যই থেরাপিস্টের কাছে যাওয়া। বছরের পর বছর ধরে যে সমস্যাগুলো ছিল আমাদের মধ্যে, তা সমাধানের একটা পথ পেয়েছি এর মাধ্যমে। প্রথমে অস্বস্তিতে ছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি এটা কতটা গুরুত্বপূর্ণ।’

এর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে হাজির হয়ে পরিবারে তাঁর অবদান নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন আমির খান। জানিয়েছিলেন, কাজকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর পারিবারিক জীবন। তিন সন্তান—ইরা, জুনায়েদ ও আজাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের পাশে থাকতে পারেননি অভিনেতা।

ওই শোতে আমির খান বলেন, ‘একসময় ইরা যখন ডিপ্রেশনে ভুগছিল, ওই সময় তার পাশে থাকার দরকার ছিল আমার। এখন যদিও সে ভালো আছে। জুনায়েদ ক্যারিয়ার শুরু করছে। বলতে গেলে আমাকে ছাড়াই বড় হয়েছে সে। এখন সে জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, এ সময়ে যদি তার সঙ্গে থাকতে না পারি, তাহলে লাভ কী? আজাদের বয়স এখন ৯ বছর। বছর তিনেকের মধ্যে সে টিনেজার হবে। তার শৈশব তো আর ফিরে আসবে না।’ সব দিক বিবেচনা করে আমির সিদ্ধান্ত নিয়েছেন, সন্তানদের সঙ্গে কাটাবেন বেশির ভাগ সময়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত