দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!
সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।
পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।
এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।
এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।
২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।
সূত্র: বলিউড হাঙ্গামা
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!
সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।
পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।
এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।
এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।
২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।
সূত্র: বলিউড হাঙ্গামা
নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
৬ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
৬ ঘণ্টা আগেগত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১৯ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১৯ ঘণ্টা আগে