দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!
সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।
পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।
এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।
এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।
২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।
সূত্র: বলিউড হাঙ্গামা
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!
সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।
পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।
এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।
এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।
২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।
সূত্র: বলিউড হাঙ্গামা
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আজ বৃহস্পতিবার মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেদেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১২ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১২ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১২ ঘণ্টা আগে