Ajker Patrika

নিঃসঙ্গতা, একাকিত্ব ও নির্জনতাই আমার বন্ধু: এ আর রহমান

নিঃসঙ্গতা, একাকিত্ব ও নির্জনতাই আমার বন্ধু: এ আর রহমান

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান নিভৃতে থাকতে বেশি পছন্দ করেন। এ আর রহমানের ব্যক্তিগত জীবন কেমন, তা নিয়ে খুবই কম জানা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সাক্ষাৎকারে এ আর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারা তাঁর বন্ধু? উত্তরে তিনি বলেন, ‘বিষয়টি এ রকম দাঁড়াবে-যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি। কিন্তু আমার কোনো বন্ধুই চিরস্থায়ী নন।’

এ আর রহমানআন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন এ সংগীত পরিচালক আরও বলেন, ‘আমি কাউকেই বলি না চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।’

এ আর রহমানতিনি বলেন, ‘আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব ও নির্জনতাই আমার বন্ধু।’

এ আর রহমানের হাত ধরেই ভারতীয় চলচ্চিত্রের সংগীত আন্তর্জাতিক মহলে বেশি জনপ্রিয়তা পেয়েছে। ভারতের সংগীত পরিচালকদের মধ্যে বর্তমানে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে খ্যাতিসম্পন্নও তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত