Ajker Patrika

ভারতীয় মুসলিমদের কাছে নাসিরুদ্দিনের প্রশ্ন

বিনোদন ডেস্ক
Thumbnail image

আফগানিস্তানে তালেবান শাসন নিয়ে অনেক ভারতীয় মুসলিম উল্লাস করছেন। তাঁদের সেই উল্লাসের সমালোচনায় করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। সেই বার্তায় তিনি বলেন, ‘ভারতীয় মুসলিমদের একটা অংশ আফগানিস্তানে তালেবান শাসন নিয়ে উল্লাস করছেন। তাঁরা আরও বেশি ভয়ঙ্কর।’

তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবান ফিরে আসা বিশ্বের কাছে উদ্বেগের কারণ। সেখানে ভারতীয় মুসলিমদের একটা অংশ বর্বরোচিত উল্লাসে মত্ত। তাঁরাও কম ভয়ঙ্কর নয়।’ নাসিরুদ্দিনের প্রশ্ন, ‘ভারতীয় মুসলিমদের এই অংশ কী চান? আধুনিক ইসলাম না শতাব্দী প্রাচীন পুরনো বর্বরতা?’

নাসিরুদ্দিন শাহএমনকি সারা বিশ্বের প্রচলিত ইসলাম ধারা এবং ভারতীয় ইসলামের মধ্যে পার্থক্য করতে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা যাতে এমন কোনও সময় না আনেন, যখন আমরা নিজেদের ধর্মকে চিনতেই না পারি। সৃষ্টিকর্তার সঙ্গে আমার যে সম্পর্ক, তার কোনও রাজনৈতিক ধর্মের দরকার নেই।’

নাসিরুদ্দিন বলেন, ‘আমি একজন ভারতীয় মুসলিম। মির্জা গালিব যেমন বলেছেন সৃষ্টিকর্তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের কোনও রাজনৈতিক পরিচিতি দরকার নেই। আমি সেটাই বলতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত