বিনোদন ডেস্ক
একেবারে শূন্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে দর্শকপ্রিয়তার পাশাপাশি আর্থিক সফলতা পেয়েছেন এমন উদাহরণও অসংখ্য। তবে তারকাখ্যাতি পাওয়ার পরই অভিনেতারা ভুলে যান পেছনের সময়। তাঁদের একাধিক চাহিদায় হিমশিম খেতে হয় প্রযোজক থেকে নির্মাতাদের। সম্প্রতি টিভি অভিনেতা দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের ব্লগে তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।
তারকা ও তাঁদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারাহ। তিনি জানিয়েছেন, প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এখন অনেক অভিনেতার আলাদা ভ্যানিটি ভ্যান আছে। আবার অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ্যানিটি ভ্যানসহ একাধিক জিনিসের শর্ত জুড়ে দেন।
ফারাহ খান আরও জানিয়েছেন, এখন ইন্ডাস্ট্রির কিছু তারকার ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজন হয়। শুধু তাই নয়, সেটে ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তাঁরা কাজ করতে রাজি হন।
ফারাহ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করেন না। আজকাল তারকারা চারটি ভ্যানিটি ভ্যান চান। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি নিজের জন্য এবং চতুর্থটি তাঁদের খাবারের ট্রাক হিসেবে ব্যবহার করা হয়, এটা আলাদা।’
একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও সন্তুষ্ট থাকতেন। এমনকি গাছের আড়ালে গিয়েও কাপড় পাল্টাতেন। আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করতেন, যেখানে আজকাল অভিনেতারা তাঁদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফারাহ বলেন, ‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাঁদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি নিজে এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এমন করতে হতে পারে। একটা সময় এমনকি সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হতো। আজ অভিনেতারা তাঁদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’
ফারাহ খান ভারতের বড় বড় সব তারকার সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার থেকে ক্যাটরিনার মতো একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। বড় বড় তারকার প্রয়োজন সম্পর্কে তাই খুব ভালো করেই জানা আছে ফারাহ খানের।
একেবারে শূন্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে দর্শকপ্রিয়তার পাশাপাশি আর্থিক সফলতা পেয়েছেন এমন উদাহরণও অসংখ্য। তবে তারকাখ্যাতি পাওয়ার পরই অভিনেতারা ভুলে যান পেছনের সময়। তাঁদের একাধিক চাহিদায় হিমশিম খেতে হয় প্রযোজক থেকে নির্মাতাদের। সম্প্রতি টিভি অভিনেতা দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের ব্লগে তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।
তারকা ও তাঁদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারাহ। তিনি জানিয়েছেন, প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এখন অনেক অভিনেতার আলাদা ভ্যানিটি ভ্যান আছে। আবার অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ্যানিটি ভ্যানসহ একাধিক জিনিসের শর্ত জুড়ে দেন।
ফারাহ খান আরও জানিয়েছেন, এখন ইন্ডাস্ট্রির কিছু তারকার ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজন হয়। শুধু তাই নয়, সেটে ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তাঁরা কাজ করতে রাজি হন।
ফারাহ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করেন না। আজকাল তারকারা চারটি ভ্যানিটি ভ্যান চান। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি নিজের জন্য এবং চতুর্থটি তাঁদের খাবারের ট্রাক হিসেবে ব্যবহার করা হয়, এটা আলাদা।’
একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও সন্তুষ্ট থাকতেন। এমনকি গাছের আড়ালে গিয়েও কাপড় পাল্টাতেন। আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করতেন, যেখানে আজকাল অভিনেতারা তাঁদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফারাহ বলেন, ‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাঁদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি নিজে এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এমন করতে হতে পারে। একটা সময় এমনকি সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হতো। আজ অভিনেতারা তাঁদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’
ফারাহ খান ভারতের বড় বড় সব তারকার সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার থেকে ক্যাটরিনার মতো একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। বড় বড় তারকার প্রয়োজন সম্পর্কে তাই খুব ভালো করেই জানা আছে ফারাহ খানের।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
১১ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
১২ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
১৫ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
১৫ ঘণ্টা আগে