বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন এই সিনেমার খবর জানিয়েছেন পরিচালক।
নির্মাতা জানান, সিনেমায় ভয়ংকর এক চরিত্রে দেখা যাবে রুবেলকে। গল্পে দেখা যাবে, পাঁচজন বন্ধু রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয়। রুবেল ওই স্কুলের ফাইট মাস্টার। কেবল কয়েকটি কসরত তারা শিখেছে। এরপরেই ওই এলাকার এক গুন্ডার সঙ্গে তাদের মারামারি হয়। একদিন ওই পাঁচ বন্ধু মার খাওয়ার পর তাদের অবস্থা দেখে রুবেল তাদের কারাতে কিং বা মার্শাল কিং বানানোর দায়িত্ব নেন। এভাবেই এগিয়ে যায় গল্প।
শুটিং সেটের ছবি শেয়ার করে ফেসবুকে মিজানুর রহমান শামীম লেখেন, ‘ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার প্রযোজিত মার্শাল কিং সিনেমার শুটিং করেছি। সিনেমাটি ধারাবাহিক সিনেমা। সব ঠিক থাকলে এর প্রথম গল্প অক্টোবরে সিনেমা হলে দেখতে পারবেন।’
মার্শাল কিং সিনেমায় আরও অভিনয় করছেন চিতা, মার্শাল জনি প্রমুখ। প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।
সর্বশেষ রুবেলকে দেখা গেছে রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে। এটি ছিল তাঁর প্রথম ওয়েব কনটেন্ট। গত জানুয়ারিতে মুক্তি পেয়েছিল সিরিজটি।
‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন এই সিনেমার খবর জানিয়েছেন পরিচালক।
নির্মাতা জানান, সিনেমায় ভয়ংকর এক চরিত্রে দেখা যাবে রুবেলকে। গল্পে দেখা যাবে, পাঁচজন বন্ধু রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয়। রুবেল ওই স্কুলের ফাইট মাস্টার। কেবল কয়েকটি কসরত তারা শিখেছে। এরপরেই ওই এলাকার এক গুন্ডার সঙ্গে তাদের মারামারি হয়। একদিন ওই পাঁচ বন্ধু মার খাওয়ার পর তাদের অবস্থা দেখে রুবেল তাদের কারাতে কিং বা মার্শাল কিং বানানোর দায়িত্ব নেন। এভাবেই এগিয়ে যায় গল্প।
শুটিং সেটের ছবি শেয়ার করে ফেসবুকে মিজানুর রহমান শামীম লেখেন, ‘ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার প্রযোজিত মার্শাল কিং সিনেমার শুটিং করেছি। সিনেমাটি ধারাবাহিক সিনেমা। সব ঠিক থাকলে এর প্রথম গল্প অক্টোবরে সিনেমা হলে দেখতে পারবেন।’
মার্শাল কিং সিনেমায় আরও অভিনয় করছেন চিতা, মার্শাল জনি প্রমুখ। প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।
সর্বশেষ রুবেলকে দেখা গেছে রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে। এটি ছিল তাঁর প্রথম ওয়েব কনটেন্ট। গত জানুয়ারিতে মুক্তি পেয়েছিল সিরিজটি।
বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
১ ঘণ্টা আগেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
১ ঘণ্টা আগেসংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
৪ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৬ ঘণ্টা আগে