বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর ইতিহাসে সেরা গুপ্তচর হিসেবে মনে করা হয় রবীন্দ্র কৌশিককে। সাধারণ থিয়েটারকর্মী থেকে গুপ্তচর হয়ে পাকিস্তানে প্রবেশ। তারপর পাকিস্তানের ‘ল’ কলেজে পড়াশোনা। সে দেশের সেনাবাহিনীর ক্লার্ক থেকে চাকরি শুরু করে মেজর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ‘র’–এর নিজেদের ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র কৌশিক। শেষ পর্যন্ত ২০০১ সালে কারাগারেই বিভিন্ন রোগে ভুগে মারা যান তিনি। রবীন্দ্র ছিলেন ‘র’–এর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিক্রেট এজেন্ট, যিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন নিজের দেশ ভারতের জন্য।
ভারতীয় সরকারের নীতি অনুযায়ী, কোনো গুপ্তচর কোথাও ধরা পড়লে তাকে স্বীকৃতি না দেওয়ার নিয়ম আছে। পাকিস্তানে ধরা পড়ে মৃত্যুর পূর্বে তিনি গোপনে ভারতে তাঁর পরিবারকে চিঠি দেন। জানান তাঁর প্রকৃত অবস্থা। সেখানে তাঁর সঙ্গে যে নির্দয় আচরণ করা হয়েছে, তার বিবরণ ছিল সেই চিঠিতে।
লিখেছিলেন, ‘ক্যায়া ভারত য্যায়ছে বাড়ে দেশকে লিয়ে কোরবানি দেনেওয়ালো কা এহি মিলতা হ্যায়’ অর্থাৎ ভারতের মত বড় দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীর কি এই পুরস্কার?
এভাবেই সমাপ্ত হয় শ্রেষ্ঠ একজন গুপ্তচরের জীবন। তাঁর মৃত্যুর পর ভারতীয় মিডিয়া সরকারকে তুলোধুনো করে ছাড়ে।
সেই রবীন্দ্র কৌশিক, যাঁকে ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে ডাকা হয়, তাঁর বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সালমানের ৩২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো বায়োপিকে অভিনয় করছেন। সিনেমাটি বানাবেন রাজকুমার গুপ্তা। তিনি জানিয়েছেন, এটি হবে থ্রিলারধর্মী সিনেমা। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ। সালমান খানেরও সম্মতি পাওয়া গেছে।
এর আগে পরিচালক রাজকুমার গুপ্তা ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘রেইড’, ‘ঘনচক্কর’–এর মতো সিনেমা বানিয়েছেন। গত পাঁচ বছর ধরে এই ‘র’–এর এজেন্টকে নিয়ে গবেষণা করছেন বলে জানিয়েছেন নির্মাতা।
ঢাকা: ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর ইতিহাসে সেরা গুপ্তচর হিসেবে মনে করা হয় রবীন্দ্র কৌশিককে। সাধারণ থিয়েটারকর্মী থেকে গুপ্তচর হয়ে পাকিস্তানে প্রবেশ। তারপর পাকিস্তানের ‘ল’ কলেজে পড়াশোনা। সে দেশের সেনাবাহিনীর ক্লার্ক থেকে চাকরি শুরু করে মেজর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ‘র’–এর নিজেদের ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র কৌশিক। শেষ পর্যন্ত ২০০১ সালে কারাগারেই বিভিন্ন রোগে ভুগে মারা যান তিনি। রবীন্দ্র ছিলেন ‘র’–এর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিক্রেট এজেন্ট, যিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন নিজের দেশ ভারতের জন্য।
ভারতীয় সরকারের নীতি অনুযায়ী, কোনো গুপ্তচর কোথাও ধরা পড়লে তাকে স্বীকৃতি না দেওয়ার নিয়ম আছে। পাকিস্তানে ধরা পড়ে মৃত্যুর পূর্বে তিনি গোপনে ভারতে তাঁর পরিবারকে চিঠি দেন। জানান তাঁর প্রকৃত অবস্থা। সেখানে তাঁর সঙ্গে যে নির্দয় আচরণ করা হয়েছে, তার বিবরণ ছিল সেই চিঠিতে।
লিখেছিলেন, ‘ক্যায়া ভারত য্যায়ছে বাড়ে দেশকে লিয়ে কোরবানি দেনেওয়ালো কা এহি মিলতা হ্যায়’ অর্থাৎ ভারতের মত বড় দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীর কি এই পুরস্কার?
এভাবেই সমাপ্ত হয় শ্রেষ্ঠ একজন গুপ্তচরের জীবন। তাঁর মৃত্যুর পর ভারতীয় মিডিয়া সরকারকে তুলোধুনো করে ছাড়ে।
সেই রবীন্দ্র কৌশিক, যাঁকে ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে ডাকা হয়, তাঁর বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সালমানের ৩২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো বায়োপিকে অভিনয় করছেন। সিনেমাটি বানাবেন রাজকুমার গুপ্তা। তিনি জানিয়েছেন, এটি হবে থ্রিলারধর্মী সিনেমা। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ। সালমান খানেরও সম্মতি পাওয়া গেছে।
এর আগে পরিচালক রাজকুমার গুপ্তা ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘রেইড’, ‘ঘনচক্কর’–এর মতো সিনেমা বানিয়েছেন। গত পাঁচ বছর ধরে এই ‘র’–এর এজেন্টকে নিয়ে গবেষণা করছেন বলে জানিয়েছেন নির্মাতা।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৯ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৭ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২১ ঘণ্টা আগে