Ajker Patrika

দুর্ধর্ষ গোয়েন্দা হয়ে প্রথমবার বায়োপিকে সালমান

বিনোদন ডেস্ক
আপডেট : ১৮ জুন ২০২১, ১৮: ১৮
Thumbnail image

ঢাকা: ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর ইতিহাসে সেরা গুপ্তচর হিসেবে মনে করা হয় রবীন্দ্র কৌশিককে। সাধারণ থিয়েটারকর্মী থেকে গুপ্তচর হয়ে পাকিস্তানে প্রবেশ। তারপর পাকিস্তানের ‘ল’ কলেজে পড়াশোনা। সে দেশের সেনাবাহিনীর ক্লার্ক থেকে চাকরি শুরু করে মেজর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ‘র’–এর নিজেদের ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র কৌশিক। শেষ পর্যন্ত ২০০১ সালে কারাগারেই বিভিন্ন রোগে ভুগে মারা যান তিনি। রবীন্দ্র ছিলেন ‘র’–এর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিক্রেট এজেন্ট, যিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন নিজের দেশ ভারতের জন্য।

ভারতীয় সরকারের নীতি অনুযায়ী, কোনো গুপ্তচর কোথাও ধরা পড়লে তাকে স্বীকৃতি না দেওয়ার নিয়ম আছে। পাকিস্তানে ধরা পড়ে মৃত্যুর পূর্বে তিনি গোপনে ভারতে তাঁর পরিবারকে চিঠি দেন। জানান তাঁর প্রকৃত অবস্থা। সেখানে তাঁর সঙ্গে যে নির্দয় আচরণ করা হয়েছে, তার বিবরণ ছিল সেই চিঠিতে।

লিখেছিলেন, ‘ক্যায়া ভারত য্যায়ছে বাড়ে দেশকে লিয়ে কোরবানি দেনেওয়ালো কা এহি মিলতা হ্যায়’ অর্থাৎ ভারতের মত বড় দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীর কি এই পুরস্কার?

এভাবেই সমাপ্ত হয় শ্রেষ্ঠ একজন গুপ্তচরের জীবন। তাঁর মৃত্যুর পর ভারতীয় মিডিয়া সরকারকে তুলোধুনো করে ছাড়ে।

সেই রবীন্দ্র কৌশিক, যাঁকে ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে ডাকা হয়, তাঁর বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সালমানের ৩২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো বায়োপিকে অভিনয় করছেন। সিনেমাটি বানাবেন রাজকুমার গুপ্তা। তিনি জানিয়েছেন, এটি হবে থ্রিলারধর্মী সিনেমা। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ। সালমান খানেরও সম্মতি পাওয়া গেছে।  

এর আগে পরিচালক রাজকুমার গুপ্তা ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘রেইড’, ‘ঘনচক্কর’–এর মতো সিনেমা বানিয়েছেন। গত পাঁচ বছর ধরে এই ‘র’–এর এজেন্টকে নিয়ে গবেষণা করছেন বলে জানিয়েছেন নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত