Ajker Patrika

হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজে দীপিকা

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩: ০১
Thumbnail image

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে ২০১৭ সালে হলিউডে অভিষেক হয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। সেই ছবিতে হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এবার ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, জোর গুঞ্জন আবারও হলিউডে দেখা যাবে দীপিকাকে।

সংবাদমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, আবার হলিউডে পাড়ি দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে এক জনপ্রিয় ওয়েব সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে অভিনেত্রীকে।

এইচবিও-র হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে দীপিকাকে দেখা যেতে পারে। ২০২১ সালে এই সিরিজ প্রথমবার সম্প্রচারিত হয়। এর দ্বিতীয় সিজন আসে ২০২২ সালে। একটি হোটেলকে কেন্দ্র করে সিরিজে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার তৃতীয় সিজনের পালা।

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীতএই সিরিজের প্রথম দু’টি সিজন হাওয়াই দ্বীপপুঞ্জ এবং সিসিলিতে শুটিং করা হয়েছিল। জানা গেছে, তৃতীয় সিজনের শুটিং হবে থাইল্যান্ডে। শিগগির শুরু হবে শুটিং।

এই ওয়েব সিরিজটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি এমি ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও জিতেছে। তবে এবার বোধ হয় ভারতের বিশাল সংখ্যক দর্শকের মধ্যে জনপ্রিয়তা চান নির্মাতারা। সেই কারণেই অভিনেতাদের তালিকায় দীপিকার নাম শোনা যাচ্ছে। এমনিতে ‘ফাইটার’-এর পর দীপিকার ঝুলিতে রয়েছে প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ আর রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম অ্যাগেইন’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত