Ajker Patrika

হঠাৎ ডেটিং অ্যাপ নিয়ে কেন মুখ খুললেন কার্তিক আরিয়ান

আজকের পত্রিকা ডেস্ক
কার্তিক আরিয়ান। ফাইল ছবি
কার্তিক আরিয়ান। ফাইল ছবি

এক সময় বলিউডে চাউর হয় নবাব কন্যা সারা আলী খানের সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান। শুধু সারা নয় একাধিক বলিউড ডিভার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে এই অভিনেতার। সম্প্রতি গুঞ্জন ওঠে কৃতি শ্যাননের সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান। বিয়ের পিঁড়িতেও নাকি বসছেন এই জুটি। তবে এসব গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কার্তিক। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার প্রচারে সহ-অভিনেত্রী বিদ্যা বালন কার্তিকের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ঠাট্টা করায় অভিনেতা জানান, তিনি সিঙ্গেল। বলেন, ‘কাউকে আমার লাইভ লোকেশন জানাতে হয় না। কোনো ডেটিং অ্যাপেও নেই আমি।’

‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমার প্রস্তুতির সময় থেকেই নাকি এই অভিনেতা প্রেমের জন্য সময় পাননি। এর কারণ, কড়া রুটিন মেনে চলতেন তিনি। জিমে যাওয়া, খাওয়া-দাওয়া, প্রয়োজনীয় ঘুম সবকিছু রুটিনের মধ্যে বেধে ফেলেছিলেন। দুই বছর ধরে একজন অ্যাথলেটের মতো জীবনযাপন করেছেন তিনি।

অভিনেতা এ-ও বলেন, ‘খুব ব্যস্ততার মধ্যে জীবন কেটেছে ওই সময়। এর ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিং শেষ করাটাও বড় চ্যালেঞ্জ ছিল।’

তবে বিদ্যা বালানও ছাড়ার পাত্রী নন, অকপটে বলে বসেন, ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে বিরতির সময় কার্তিক সব সময় ফোনে ব্যস্ত থাকতেন। আমি ওর পাশেই দাঁড়িয়ে থাকতাম। শুনতে পেতাম কাউকে ফোনে বলছে, ‘‘আমিও, আমিও।’ ’ 

প্রসঙ্গত, গত জুলাই থেকে লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে কৃতির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কখনো সমুদ্র পাড়ে, কখনো বিমানবন্দরে দেখা মিলেছে এই যুগলের। কৃতির বাড়িতেই দীপাবলি পালন করেছিলেন কবীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত