আজকের পত্রিকা ডেস্ক
এক সময় বলিউডে চাউর হয় নবাব কন্যা সারা আলী খানের সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান। শুধু সারা নয় একাধিক বলিউড ডিভার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে এই অভিনেতার। সম্প্রতি গুঞ্জন ওঠে কৃতি শ্যাননের সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান। বিয়ের পিঁড়িতেও নাকি বসছেন এই জুটি। তবে এসব গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কার্তিক। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার প্রচারে সহ-অভিনেত্রী বিদ্যা বালন কার্তিকের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ঠাট্টা করায় অভিনেতা জানান, তিনি সিঙ্গেল। বলেন, ‘কাউকে আমার লাইভ লোকেশন জানাতে হয় না। কোনো ডেটিং অ্যাপেও নেই আমি।’
‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমার প্রস্তুতির সময় থেকেই নাকি এই অভিনেতা প্রেমের জন্য সময় পাননি। এর কারণ, কড়া রুটিন মেনে চলতেন তিনি। জিমে যাওয়া, খাওয়া-দাওয়া, প্রয়োজনীয় ঘুম সবকিছু রুটিনের মধ্যে বেধে ফেলেছিলেন। দুই বছর ধরে একজন অ্যাথলেটের মতো জীবনযাপন করেছেন তিনি।
অভিনেতা এ-ও বলেন, ‘খুব ব্যস্ততার মধ্যে জীবন কেটেছে ওই সময়। এর ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিং শেষ করাটাও বড় চ্যালেঞ্জ ছিল।’
তবে বিদ্যা বালানও ছাড়ার পাত্রী নন, অকপটে বলে বসেন, ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে বিরতির সময় কার্তিক সব সময় ফোনে ব্যস্ত থাকতেন। আমি ওর পাশেই দাঁড়িয়ে থাকতাম। শুনতে পেতাম কাউকে ফোনে বলছে, ‘‘আমিও, আমিও।’ ’
প্রসঙ্গত, গত জুলাই থেকে লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে কৃতির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কখনো সমুদ্র পাড়ে, কখনো বিমানবন্দরে দেখা মিলেছে এই যুগলের। কৃতির বাড়িতেই দীপাবলি পালন করেছিলেন কবীর।
এক সময় বলিউডে চাউর হয় নবাব কন্যা সারা আলী খানের সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান। শুধু সারা নয় একাধিক বলিউড ডিভার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে এই অভিনেতার। সম্প্রতি গুঞ্জন ওঠে কৃতি শ্যাননের সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান। বিয়ের পিঁড়িতেও নাকি বসছেন এই জুটি। তবে এসব গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কার্তিক। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার প্রচারে সহ-অভিনেত্রী বিদ্যা বালন কার্তিকের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ঠাট্টা করায় অভিনেতা জানান, তিনি সিঙ্গেল। বলেন, ‘কাউকে আমার লাইভ লোকেশন জানাতে হয় না। কোনো ডেটিং অ্যাপেও নেই আমি।’
‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমার প্রস্তুতির সময় থেকেই নাকি এই অভিনেতা প্রেমের জন্য সময় পাননি। এর কারণ, কড়া রুটিন মেনে চলতেন তিনি। জিমে যাওয়া, খাওয়া-দাওয়া, প্রয়োজনীয় ঘুম সবকিছু রুটিনের মধ্যে বেধে ফেলেছিলেন। দুই বছর ধরে একজন অ্যাথলেটের মতো জীবনযাপন করেছেন তিনি।
অভিনেতা এ-ও বলেন, ‘খুব ব্যস্ততার মধ্যে জীবন কেটেছে ওই সময়। এর ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিং শেষ করাটাও বড় চ্যালেঞ্জ ছিল।’
তবে বিদ্যা বালানও ছাড়ার পাত্রী নন, অকপটে বলে বসেন, ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে বিরতির সময় কার্তিক সব সময় ফোনে ব্যস্ত থাকতেন। আমি ওর পাশেই দাঁড়িয়ে থাকতাম। শুনতে পেতাম কাউকে ফোনে বলছে, ‘‘আমিও, আমিও।’ ’
প্রসঙ্গত, গত জুলাই থেকে লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে কৃতির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কখনো সমুদ্র পাড়ে, কখনো বিমানবন্দরে দেখা মিলেছে এই যুগলের। কৃতির বাড়িতেই দীপাবলি পালন করেছিলেন কবীর।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
২ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৫ ঘণ্টা আগে