Ajker Patrika

‘রাধে’ নিয়ে পাঁচ কথা

বিনোদন ডেস্ক
আপডেট : ১৬ মে ২০২১, ২১: ৫৫
Thumbnail image

এক.

‘দাবাং ৩’–এর দেড় বছর পর সালমান খানের নতুন সিনেমা ‘রাধে’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রথম দিনেই অনলাইনে সিনেমাটি দেখেছেন রেকর্ডসংখ্যক দর্শক (৪২ লাখ)। এতজন একসঙ্গে লগইন করায় জি ফাইভের সার্ভার মুখ থুবড়ে পড়েছিল।

দুই.

ভারতের সিনেমা হলে না এলেও, ‘রাধে’ মুক্তি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু সিনেমা হলে। প্রথম দুই দিনে অস্ট্রেলিয়ার ৬৯টি হল থেকে প্রায় ৫৫ লাখ এবং নিউজিল্যান্ডের ২৬টি হল থেকে প্রায় ১০ লাখ টাকা আয় করেছে ‘রাধে’।

‘রাধে’ সিনেমায় সালমান খান ও দিশা পাটানি। ছবি: ইনস্টাগ্রাম

তিন.

সিনেমা মুক্তির আগে সালমান খান সবাইকে অনুরোধ করেছিলেন, পাইরেসির সাহায্য় নিয়ে না দেখতে। কিন্তু পাইরেসিতে সয়লাব হয়ে গেছে। এ নিয়ে খেপেছেন সালমান। টুইট করে জানিয়েছেন, সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

চার.

‘রাধে’ দেখে হতাশ বেশির ভাগ দর্শক। আইএমডিবিতে ‘রাধে’র রেটিং নেমে দাঁড়িয়েছে ১.৯-এ। ভোট দিয়েছেন ৭৪ হাজারেরও বেশি দর্শক।

পাঁচ.

সিনেমার এক দৃশ্যে মেয়েদের একটি ডিপ নেক কাটের শর্ট ড্রেসে দেখা গেছে জ্যাকি শ্রফকে। তাঁর এই রূপ মেনে নিতে পারেননি জ্যাকি-ভক্তরা। ওই দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও তুলেছেন প্রশ্ন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত