Ajker Patrika

ভক্তের সঙ্গে শাহরুখের খারাপ আচরণ, ‘জওয়ান’ বয়কটের ডাক

ভক্তের সঙ্গে শাহরুখের খারাপ আচরণ, ‘জওয়ান’ বয়কটের ডাক

শাহরুখকে মেজাজ হারাতে খুব কমই দেখা যায়। তবে এবার শাহরুখের আচরণ দেখে অবাক ভক্তরা। সম্প্রতি ভারতের এক বিমানবন্দরে সেলফি তুলতে আসা এক ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যম কইমই প্রকাশিত সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ বয়কট করার কথা বলছেন অনেক নেটিজেনরা। 

কইমই এর প্রকাশিত ভিডিওতে শাহরুখকে কালো লেদার জ্যাকেট, চোখে চশমা, এলোমেলো চুলে দেখা যায় বিমানবন্দরে। তখন তাঁর সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি। বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনি। এই সময় এক ভক্ত শাহরুখের পাশে দাড়িয়ে মোবাইলে সেলফি তুলতে চান। তখনই মেজাজ হারান বলিউড বাদশাহ। সঙ্গে সঙ্গে সেই ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ। 

শাহরুখের এমন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। ‘পাঠান হিট হওয়াতে শাহরুখের আচরণ বদলে গেছে।’ বরে মন্তব্য করেছেন একজন। আরেকজন লিখেছেন, ‘জওয়ান বয়কট করুন।’ 

মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের দুটি বড় বাজেটের ছবি-‘ডানকি’ এবং ‘জওয়ান’। তার মাঝে ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে আগামী মাসে। এর মাঝেই শাহরুখের এমন আচরণ সিনেমার ব্যবসায় কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার পালা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত