গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। তার পর থেকে অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। শোনা যাচ্ছিল, সালমান বাড়ি বদলাতে পারেন। তবে অভিনেতার ভাই আরবাজ খান স্পষ্ট করে জানিয়েছেন, বাড়ি বদলানোর কোনো অভিপ্রায় তাঁদের নেই।
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন। অভিনেতা তাঁর নিজের চেয়েও বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। সেই কারণেই একবার বাড়ি বদলের কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু মুম্বাই পুলিশ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করে, তাঁরা নিজেদের বাসভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আরবাজের কথায়, ‘বাড়ি বদল করলেই তো সমস্যার সমাধান হবে না। সেখানেও এই রকম হামলা হতে পারে। এর চেয়ে নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা করতে হবে।’
সালমান খান ও তাঁর বাবা সেলিম খান দু’জনেই বাড়ি বদলানোর বিরোধী বলে জানান আরবাজ। সালমানের মতো তারকার নিরিখে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট খুবই সাদামাঠা। তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল খান আলাদা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকলেও, সালমান তাঁর বাবার সঙ্গে নিজেদের পুরোনো বাড়িতেই থাকেন।
সালমান নিজেও বহুবার তাঁর সাধারণ জীবনযাপন নিয়ে কথা বলেছেন। আরবাজের কথায় ‘ওই বাড়ি নিয়ে বাবা ও সালমান দু’জনেই ভীষণ আবেগপ্রবণ।’
নিরাপত্তা নিয়ে চিন্তা থাকলেও ঘরবন্দী হয়ে থাকতে চান না সালমান খান। সম্প্রতি তিনি দুবাই গিয়েছিলেন। গত বুধবার মুম্বাইয়ে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’র প্রিমিয়ারেও দেখা গেছে তাঁকে। আগামী মাস থেকে এ আর মুরুগাডোসের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘সিকান্দার’-এর শুট শুরু করবেন বলেও কথা রয়েছে।
গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। তার পর থেকে অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। শোনা যাচ্ছিল, সালমান বাড়ি বদলাতে পারেন। তবে অভিনেতার ভাই আরবাজ খান স্পষ্ট করে জানিয়েছেন, বাড়ি বদলানোর কোনো অভিপ্রায় তাঁদের নেই।
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন। অভিনেতা তাঁর নিজের চেয়েও বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। সেই কারণেই একবার বাড়ি বদলের কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু মুম্বাই পুলিশ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করে, তাঁরা নিজেদের বাসভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আরবাজের কথায়, ‘বাড়ি বদল করলেই তো সমস্যার সমাধান হবে না। সেখানেও এই রকম হামলা হতে পারে। এর চেয়ে নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা করতে হবে।’
সালমান খান ও তাঁর বাবা সেলিম খান দু’জনেই বাড়ি বদলানোর বিরোধী বলে জানান আরবাজ। সালমানের মতো তারকার নিরিখে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট খুবই সাদামাঠা। তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল খান আলাদা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকলেও, সালমান তাঁর বাবার সঙ্গে নিজেদের পুরোনো বাড়িতেই থাকেন।
সালমান নিজেও বহুবার তাঁর সাধারণ জীবনযাপন নিয়ে কথা বলেছেন। আরবাজের কথায় ‘ওই বাড়ি নিয়ে বাবা ও সালমান দু’জনেই ভীষণ আবেগপ্রবণ।’
নিরাপত্তা নিয়ে চিন্তা থাকলেও ঘরবন্দী হয়ে থাকতে চান না সালমান খান। সম্প্রতি তিনি দুবাই গিয়েছিলেন। গত বুধবার মুম্বাইয়ে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’র প্রিমিয়ারেও দেখা গেছে তাঁকে। আগামী মাস থেকে এ আর মুরুগাডোসের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘সিকান্দার’-এর শুট শুরু করবেন বলেও কথা রয়েছে।
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
২ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১৪ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১৫ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১৫ ঘণ্টা আগে