Ajker Patrika

চিত্রনাট্য প্রস্তুত, বজরঙ্গি ভাইজানের সিক্যুয়েল নিয়ে আর যা জানালেন প্রযোজক

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২: ২১
চিত্রনাট্য প্রস্তুত, বজরঙ্গি ভাইজানের সিক্যুয়েল নিয়ে আর যা জানালেন প্রযোজক

সালমান খানের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল প্রায় ৯১৮ কোটি রুপি। সিনেমাটি আবার পর্দায় ফিরবে—এ কথা আগেই জানিয়েছিলেন ‘ভাইজান’। ২০২১ সালে নিজের জন্মদিনে বজরঙ্গির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন এ বিষয়ে কোনো আপডেট না পাওয়া গেলেও সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে তা নিয়ে কথা বলেছেন এর প্রযোজক কে কে রাধামোহন। জানিয়েছেন, ভাইজানের সবুজ সংকেতের অপেক্ষায় সবাই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইভেন্টে প্রযোজক জানিয়েছেন, নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে। সেটা শিগ্‌গিরই সালমান খানকে শোনানো হবে। তারপর দেখা যাবে বিষয়টা কোনদিকে যায়।

প্রযোজকের কথায়, ‘চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্য তৈরি করেছেন, শিগ্‌গিরই তিনি সালমান ভাইকে এটি শোনাবেন। আমরা ভাইজানের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’

‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার দৃশ্যে সালমান খান ও হারশালি মালহোত্রা২০২১ সালে মুম্বাইতে আরআরআর সিনেমার প্রচার অনুষ্ঠানেও ‘বজরঙ্গি ভাইজান’--এর সিক্যুয়েল নিয়ে কথা বলেছিলেন সালমান। এস এস রাজামৌলি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘রাজামৌলি ও তাঁর বাবার সঙ্গে আমার একটি দৃঢ় সম্পর্ক রয়েছে, কারণ তিনি বজরঙ্গি ভাইজান লিখেছেন এবং শিগ্‌গিরই আমরা ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য আবার একসঙ্গে কাজ করব।’

যখন করণ জিজ্ঞাসা করলেন যে সালমান নিশ্চিত করছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর একটি সিক্যুয়েল আসতে চলেছে, তখন সালমান উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, তবে এখন ফোকাস করা উচিত আরআরআরের দিকে।’

এদিকে ২০২৩ সালে বলিউড হাঙ্গামা জানিয়েছিল কবির খান পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে সালমানের বিপরীতে কারিনা কাপুর নয়, অভিনয় করবেন পূজা হেগড়ে। তারা আরও দাবি করে, সিনেমাটির শিরোনাম হবে ‘পবনপুত্র ভাইজান’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত