ঢাকা: কিংবদন্তি গীতিকার ও সুরকার জাভেদ আখতার অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন ইন্ডিয়ান আইডল ১২-র মঞ্চে। ‘শোলে’ থেকে শুরু করে নিজের একাধিক ছবির গান নিয়ে এদিন কথা বলেন তিনি। শুধু তাই নয়, প্রতিযোগীদের গাওয়া গানে মুগ্ধ জাভেদ প্রশংসায় ভরিয়ে দেন সকলকে। সম্প্রতি এই এপিসোডের প্রোমোর পাশাপাশি চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও ক্লিপিংস শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অরুণিতা কাঞ্জিলালের গানে মুগ্ধ জাভেদ থেকে শুরু করে সমস্ত বিচারক। আর তারপরই জাভেদ আখতার ঠিক করেন তিনি অরুণিতাকে একটি বিশেষ চ্যালেঞ্জ দেবেন। ঘোষণা করেন, তিনি অরুনিতার জন্য একটি গান রচনা করবেন। উদ্দেশ্য তাঁর প্রতিভা পরখ করা।
ওই শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আখতার ও অনু মালিক কয়েক মিনিটের মধ্যে একটি গান বানিয়ে ফেলেন ও অরুনিতাকে তা গেয়ে শোনাতে বলেন। এমনকী, শোয়ের সঞ্চালক আদিত্য চোপড়াও অরুণিতাকে বলেন, এটি তাঁর জীবনের সবথকে কঠিন পরীক্ষা হতে চলেছে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণিতা জানান, ‘যে কোনও সংগীত শিল্পীর জীবনেই এটা একটা সেরা সুযোগ। যা অনেক কম মানুষ পেয়ে থাকেন। আমি ভাগ্যবান যে ইন্ডিয়ান আইডলের মঞ্চে দাঁড়িয়ে একটা জাভেদ আখতারের লেখা ও অনু মালিকের সুর দেওয়া একটা আনকোরা নতুন গান গাওয়ার সুযোগ পেলাম। আমার মনে হচ্ছে আমার জীবনের সমস্ত কিছু পেয়ে গিয়েছি। এই এপিসোডটা আমার জন্য স্পেশ্যাল হয়ে থাকবে।’
ইন্ডিয়ান আইডল ১২-র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল। সম্প্রতি হিমেশ রেশামিয়াও ঘোষণা করেছেন ‘মুডস অ্যান্ড মেলোডিজ’ অ্যালবামে একটি গান গাইবেন অরুণিতা ও পাওয়ানদীপ রঞ্জন। ২১ জুন ওয়ার্ল্ড মিউজিক ডে-র দিন একথা ঘোষণা করেছিলেন হিমেশ।
ঢাকা: কিংবদন্তি গীতিকার ও সুরকার জাভেদ আখতার অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন ইন্ডিয়ান আইডল ১২-র মঞ্চে। ‘শোলে’ থেকে শুরু করে নিজের একাধিক ছবির গান নিয়ে এদিন কথা বলেন তিনি। শুধু তাই নয়, প্রতিযোগীদের গাওয়া গানে মুগ্ধ জাভেদ প্রশংসায় ভরিয়ে দেন সকলকে। সম্প্রতি এই এপিসোডের প্রোমোর পাশাপাশি চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও ক্লিপিংস শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অরুণিতা কাঞ্জিলালের গানে মুগ্ধ জাভেদ থেকে শুরু করে সমস্ত বিচারক। আর তারপরই জাভেদ আখতার ঠিক করেন তিনি অরুণিতাকে একটি বিশেষ চ্যালেঞ্জ দেবেন। ঘোষণা করেন, তিনি অরুনিতার জন্য একটি গান রচনা করবেন। উদ্দেশ্য তাঁর প্রতিভা পরখ করা।
ওই শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আখতার ও অনু মালিক কয়েক মিনিটের মধ্যে একটি গান বানিয়ে ফেলেন ও অরুনিতাকে তা গেয়ে শোনাতে বলেন। এমনকী, শোয়ের সঞ্চালক আদিত্য চোপড়াও অরুণিতাকে বলেন, এটি তাঁর জীবনের সবথকে কঠিন পরীক্ষা হতে চলেছে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণিতা জানান, ‘যে কোনও সংগীত শিল্পীর জীবনেই এটা একটা সেরা সুযোগ। যা অনেক কম মানুষ পেয়ে থাকেন। আমি ভাগ্যবান যে ইন্ডিয়ান আইডলের মঞ্চে দাঁড়িয়ে একটা জাভেদ আখতারের লেখা ও অনু মালিকের সুর দেওয়া একটা আনকোরা নতুন গান গাওয়ার সুযোগ পেলাম। আমার মনে হচ্ছে আমার জীবনের সমস্ত কিছু পেয়ে গিয়েছি। এই এপিসোডটা আমার জন্য স্পেশ্যাল হয়ে থাকবে।’
ইন্ডিয়ান আইডল ১২-র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল। সম্প্রতি হিমেশ রেশামিয়াও ঘোষণা করেছেন ‘মুডস অ্যান্ড মেলোডিজ’ অ্যালবামে একটি গান গাইবেন অরুণিতা ও পাওয়ানদীপ রঞ্জন। ২১ জুন ওয়ার্ল্ড মিউজিক ডে-র দিন একথা ঘোষণা করেছিলেন হিমেশ।
টালিউড বক্স অফিসে ঝড় তোলা ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধও জানিয়েছেন।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে...
১ ঘণ্টা আগে‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন সিনেমার খবর জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান শামীম।
২ ঘণ্টা আগেসম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করে গেছেন অভিষেক।
২ ঘণ্টা আগে