ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।
তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’
তা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।
উল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।
ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।
তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’
তা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।
উল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
৭ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
৭ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে