ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।
তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’
তা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।
উল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।
ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।
তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’
তা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।
উল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
৪ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
৫ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
৮ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
৯ ঘণ্টা আগে