গত বছরের ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের কন্যাসন্তান দেবীর বয়স এখন ৯ মাস। আজ রোববার নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দেবীকে নিয়ে কষ্টের কথা প্রকাশ্যে আনলেন বিপাশা। জানালেন তাঁর মেয়ের হৃৎপিণ্ডে দুটো ছিদ্র নিয়ে জন্মানো এবং মেয়েকে নিয়ে সেই সময়ের সংগ্রামের কথা।
এদিন নেহার সঙ্গে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা বসু। বিপাশা জানিয়েছেন, জন্মের পর তিনি জানতে পারেন তাঁর মেয়ের হৃৎপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে। অর্থাৎ জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। এ কথা জানার পর ভেঙে পড়েন বিপাশা ও করণ। বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সে তাঁদের মেয়ের ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে।
বিপাশা বলেন, ‘মা-বাবা হিসেবে আমাদের এই যাত্রা অন্যান্য মা-বাবার থেকে অনেক আলাদা ছিল। আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে, এর আগে সেটা ছিল না। তখন সুখটাও আমার কাছে কঠিন ছিল। আমি চাই না আমার সঙ্গে যেটা হয়েছে, সেটা আর কোনো মায়ের সঙ্গে হোক। একজন নতুন মা হিসেবে মাত্র তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার মেয়ের হৃৎপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, ও ওভাবেই জন্মেছে। আমি ভেবেছিলাম, আমি এটা প্রকাশ্যে আনব না। তবে আমি এখন এটা বলছি কারণ, আমার মনে হয়েছে আমার মতোই অনেক মা আছেন, যারা আমাকে এই কঠিন যাত্রায় সাহায্য করেছেন।’
বিপাশা আরও বলেন, ‘প্রথমে আমরা ভিএসডি কী, তা-ও বুঝতে পারিনি। জানতে পারি এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তখন আমাদের পাগলের মতো দিন কেটেছে। আমরা আমাদের পরিবারের লোকজনকেও এটা জানাইনি। কারণ কী হবে সেটা আমরা দুজনেই বুঝতে পারছিলাম না। আমরা বাবা-মা হওয়াকে উদ্যাপন করতে চেয়েছিলাম কিন্তু আমি আর করণ সব জেনে অনুভূতিহীন হয়ে যাই। প্রথম পাঁচ মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু দেবী প্রথম দিন থেকেই অসাধারণ। আমাদের বলা হয়েছিল যে, প্রতি মাসে এটি নিজে থেকে নিরাময় হচ্ছে কি না, তা জানতে আমাদের একটি স্ক্যান করতে হবে। তবে ওর হৃৎপিণ্ডের গর্তটা বেশ বড় ছিল। আমাদের বলা হয় যে এটা সন্দেহজনক, তাই সুস্থ করতে গেলে ওর অস্ত্রোপচার করাতে হবে। সেটাই ওর জন্য ভালো। দেবীর বয়স যখন মাত্র তিন মাস, তখন ওর ওপেন হার্ট সার্জারি করাতে হয়।’
এরপর কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা। পরে বলেন, ‘আমি ভেঙে পড়েছিলাম, তখন কী করা উচিত বুঝে উঠতে পারছিলাম না। কারণ কীভাবে এতটুকু শিশুর ওপেন হার্ট সার্জারি হতে পারে! তবে এটা নিজ থেকে ঠিক হয়নি। প্রথম মাস, দ্বিতীয় মাস, কেটে যায়, কিছুই হয়নি। যখন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলি, তখন আমি প্রস্তুত ছিলাম, তবে করণ তখনো প্রস্তুত ছিল না। আমি জানতাম যে দেবীকে ঠিক থাকতেই হবে এবং আমার বিশ্বাস ছিল যে ও ঠিক থাকবে।’
হ্যাঁ, ও এখন ঠিক আছে কিন্তু কঠিন সিদ্ধান্ত ছিল ওটা। আমি বলছি, কারণ কারও সন্তানের সঙ্গে এমন ঘটলে উচিত সঠিক সময়ে অস্ত্রোপচার করে নেওয়া।’ যোগ করেন বিপাশা।
বিপাশা বলেন, যখন দেবীর বয়স তিন মাস, তখন ওই অস্ত্রোপচার করানো হয়, যেটা ছয় ঘণ্টা ধরে চলে। দেবী যখন অপারেশন থিয়েটারে, তখন আমার মনে হয়েছিল আমার জীবন স্তব্ধ। তবে অস্ত্রোপচার সফল হলে আমি অবশেষে স্বস্তি পাই, দেবী এখন ঠিক আছে।
২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই করণের প্রেমে পড়েছিলেন বিপাশা। পরের বছর বিয়ে করেন তাঁরা।
গত বছরের ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের কন্যাসন্তান দেবীর বয়স এখন ৯ মাস। আজ রোববার নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দেবীকে নিয়ে কষ্টের কথা প্রকাশ্যে আনলেন বিপাশা। জানালেন তাঁর মেয়ের হৃৎপিণ্ডে দুটো ছিদ্র নিয়ে জন্মানো এবং মেয়েকে নিয়ে সেই সময়ের সংগ্রামের কথা।
এদিন নেহার সঙ্গে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা বসু। বিপাশা জানিয়েছেন, জন্মের পর তিনি জানতে পারেন তাঁর মেয়ের হৃৎপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে। অর্থাৎ জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। এ কথা জানার পর ভেঙে পড়েন বিপাশা ও করণ। বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সে তাঁদের মেয়ের ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে।
বিপাশা বলেন, ‘মা-বাবা হিসেবে আমাদের এই যাত্রা অন্যান্য মা-বাবার থেকে অনেক আলাদা ছিল। আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে, এর আগে সেটা ছিল না। তখন সুখটাও আমার কাছে কঠিন ছিল। আমি চাই না আমার সঙ্গে যেটা হয়েছে, সেটা আর কোনো মায়ের সঙ্গে হোক। একজন নতুন মা হিসেবে মাত্র তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার মেয়ের হৃৎপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, ও ওভাবেই জন্মেছে। আমি ভেবেছিলাম, আমি এটা প্রকাশ্যে আনব না। তবে আমি এখন এটা বলছি কারণ, আমার মনে হয়েছে আমার মতোই অনেক মা আছেন, যারা আমাকে এই কঠিন যাত্রায় সাহায্য করেছেন।’
বিপাশা আরও বলেন, ‘প্রথমে আমরা ভিএসডি কী, তা-ও বুঝতে পারিনি। জানতে পারি এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তখন আমাদের পাগলের মতো দিন কেটেছে। আমরা আমাদের পরিবারের লোকজনকেও এটা জানাইনি। কারণ কী হবে সেটা আমরা দুজনেই বুঝতে পারছিলাম না। আমরা বাবা-মা হওয়াকে উদ্যাপন করতে চেয়েছিলাম কিন্তু আমি আর করণ সব জেনে অনুভূতিহীন হয়ে যাই। প্রথম পাঁচ মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু দেবী প্রথম দিন থেকেই অসাধারণ। আমাদের বলা হয়েছিল যে, প্রতি মাসে এটি নিজে থেকে নিরাময় হচ্ছে কি না, তা জানতে আমাদের একটি স্ক্যান করতে হবে। তবে ওর হৃৎপিণ্ডের গর্তটা বেশ বড় ছিল। আমাদের বলা হয় যে এটা সন্দেহজনক, তাই সুস্থ করতে গেলে ওর অস্ত্রোপচার করাতে হবে। সেটাই ওর জন্য ভালো। দেবীর বয়স যখন মাত্র তিন মাস, তখন ওর ওপেন হার্ট সার্জারি করাতে হয়।’
এরপর কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা। পরে বলেন, ‘আমি ভেঙে পড়েছিলাম, তখন কী করা উচিত বুঝে উঠতে পারছিলাম না। কারণ কীভাবে এতটুকু শিশুর ওপেন হার্ট সার্জারি হতে পারে! তবে এটা নিজ থেকে ঠিক হয়নি। প্রথম মাস, দ্বিতীয় মাস, কেটে যায়, কিছুই হয়নি। যখন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলি, তখন আমি প্রস্তুত ছিলাম, তবে করণ তখনো প্রস্তুত ছিল না। আমি জানতাম যে দেবীকে ঠিক থাকতেই হবে এবং আমার বিশ্বাস ছিল যে ও ঠিক থাকবে।’
হ্যাঁ, ও এখন ঠিক আছে কিন্তু কঠিন সিদ্ধান্ত ছিল ওটা। আমি বলছি, কারণ কারও সন্তানের সঙ্গে এমন ঘটলে উচিত সঠিক সময়ে অস্ত্রোপচার করে নেওয়া।’ যোগ করেন বিপাশা।
বিপাশা বলেন, যখন দেবীর বয়স তিন মাস, তখন ওই অস্ত্রোপচার করানো হয়, যেটা ছয় ঘণ্টা ধরে চলে। দেবী যখন অপারেশন থিয়েটারে, তখন আমার মনে হয়েছিল আমার জীবন স্তব্ধ। তবে অস্ত্রোপচার সফল হলে আমি অবশেষে স্বস্তি পাই, দেবী এখন ঠিক আছে।
২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই করণের প্রেমে পড়েছিলেন বিপাশা। পরের বছর বিয়ে করেন তাঁরা।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৩ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৮ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৮ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৮ ঘণ্টা আগে