আজকের পত্রিকা ডেস্ক
বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন আজ ১৪ মার্চ। পা দিয়েছেন ৬০ বছরে। তবে এবারের জন্মদিনে যেন চমক নিয়ে হাজির অভিনেতা। প্রেম করছেন খান সাহেব। ২৫ বছরের পরিচিত নারীর সঙ্গে দেড় বছর ধরে ‘ডেট’ করছেন, যা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। কে সেই নারী, যাঁর প্রেমে মজেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?
আমিরের জন্মদিনের আগে হওয়া এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন। অভিনেতা বলেন, ‘গৌরী ও আমি ২৫ বছর আগে দেখা করি, আর এখন আমরা জীবনসঙ্গী। আমরা একে অপরের প্রতি খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গত দেড় বছর ধরে একসঙ্গে আছি।’
আমির খান আরও জানান, গত বুধবার মুম্বাইয়ের বাড়িতে তিনি গৌরীকে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
গৌরী সম্পর্কে আরও তথ্য জানিয়ে আমির বলেন, ‘গৌরী প্রোডাকশন বিভাগে কাজ করেন। আমি প্রতিদিন তাকে গান গেয়ে শোনাই।’
এ সময় আমির তাঁর নিজের জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর ভুবনের চরিত্রের কথা উল্লেখ করে বলেন, ‘ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।’ ‘লগান’ সিনেমায় গ্রেসি সিং গৌরী চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি ভুবনকে ভালোবাসতেন।
এমনকি আমির সংবাদ সম্মেলনে প্রেমিকাকে উদ্দেশ্য করে ‘কভি কভি মেরে দিল মে’ গানের লাইনও গেয়ে শোনান।
আমির এ-ও বলেন, ‘আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য শোভা দেয় কি না। তবে আমার সন্তানেরা খুব খুশি। আমি ভাগ্যবান যে আমার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে।’
উল্লেখ্য, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রীনা দত্ত। যাঁর সঙ্গে তাঁর দুই সন্তান জুনাইদ ও ইরা খান। এরপর ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তবে ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। তবু এখনো তাঁদের ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব পালন করছেন।
বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন আজ ১৪ মার্চ। পা দিয়েছেন ৬০ বছরে। তবে এবারের জন্মদিনে যেন চমক নিয়ে হাজির অভিনেতা। প্রেম করছেন খান সাহেব। ২৫ বছরের পরিচিত নারীর সঙ্গে দেড় বছর ধরে ‘ডেট’ করছেন, যা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। কে সেই নারী, যাঁর প্রেমে মজেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?
আমিরের জন্মদিনের আগে হওয়া এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন। অভিনেতা বলেন, ‘গৌরী ও আমি ২৫ বছর আগে দেখা করি, আর এখন আমরা জীবনসঙ্গী। আমরা একে অপরের প্রতি খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গত দেড় বছর ধরে একসঙ্গে আছি।’
আমির খান আরও জানান, গত বুধবার মুম্বাইয়ের বাড়িতে তিনি গৌরীকে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
গৌরী সম্পর্কে আরও তথ্য জানিয়ে আমির বলেন, ‘গৌরী প্রোডাকশন বিভাগে কাজ করেন। আমি প্রতিদিন তাকে গান গেয়ে শোনাই।’
এ সময় আমির তাঁর নিজের জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর ভুবনের চরিত্রের কথা উল্লেখ করে বলেন, ‘ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।’ ‘লগান’ সিনেমায় গ্রেসি সিং গৌরী চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি ভুবনকে ভালোবাসতেন।
এমনকি আমির সংবাদ সম্মেলনে প্রেমিকাকে উদ্দেশ্য করে ‘কভি কভি মেরে দিল মে’ গানের লাইনও গেয়ে শোনান।
আমির এ-ও বলেন, ‘আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য শোভা দেয় কি না। তবে আমার সন্তানেরা খুব খুশি। আমি ভাগ্যবান যে আমার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে।’
উল্লেখ্য, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রীনা দত্ত। যাঁর সঙ্গে তাঁর দুই সন্তান জুনাইদ ও ইরা খান। এরপর ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তবে ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। তবু এখনো তাঁদের ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব পালন করছেন।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৬ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৬ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১০ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১১ ঘণ্টা আগে