Ajker Patrika

উড়ন্ত চুমুতে প্যারিস ফ্যাশন উইক মাতালেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৪: ৩৬
Thumbnail image

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন ‘প্যারিস ফ্যাশন উইক’-এর ‘ল’ওরিয়াল শোতে অংশ নিতে প্যারিসে রয়েছেন। মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে সেখানে গেছেন তিনি।

‘ল’ওরিয়াল-এর ভারতীয় শুভেচ্ছাদূত হওয়ার কারণে প্রতি বছর এই ইভেন্টে অংশ নেন ঐশ্বরিয়া। গতকাল রোববার রাতে অভিনেত্রীর অনেকগুলো ছবি সামনে এসেছে। যাতে মুগ্ধতা ছড়িয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

ঐশ্বরিয়াকে সোনালি রঙের ঝলমলে গাউনে দেখা গেছে। গ্ল্যামারাস গাউনের সঙ্গে মানিয়ে অভিনেত্রীকে সোনালি আভাযুক্ত চুলে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল।

‘প্যারিস ফ্যাশন উইক’ এর র‍্যাম্পে ঐশ্বরিয়ার‍্যাম্পে হাঁটার সময় মঞ্চ থেকেই উড়ন্ত চুমুতে ভক্তদের মন জয় করেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে চোখও মেরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঐশ্বরিয়ার এই লুকের জন্য ভক্তদের থেকে প্রশংসা কুড়াচ্ছেন।

উল্লেখ্য, এবার একজন নয়, বচ্চন পরিবারের দুই সদস্য এই ইভেন্টে অংশ নিয়েছেন। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাও ‘প্যারিস ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন।

‘প্যারিস ফ্যাশন উইক’ এর র‍্যাম্পে ঐশ্বরিয়ানভ্যা ‘প্যারিস ফ্যাশন উইক’-এ ল’অরিয়াল প্যারিসের কজ অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর ইনস্টাগ্রামে প্যারিসের কিছু ছবি শেয়ার করেছেন, সাদা পোশাকে তাঁকে বেশ সুন্দর দেখাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত