বিচ্ছেদই যেন হল মঙ্গল। নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই যেন ভাগ্য চাকা ঘুরল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। একের পর এক সুখবর দিয়েই চলেছেন এই অভিনেত্রী। দক্ষিণী ছবি থেকে বলিউডে নাম কুড়ালেন, এবার দেশের মাটিতে নয়, হলিউডের প্রস্তাব পেয়ে খবরের শিরোনামে সামান্থা। এই ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করছেন তিনি।
ছবির নাম ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’। এই ছবিতে এক তামিল সমকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থাকে। তিনিই আবার একটি প্রাইভেট গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।
২০২১ সালে ক্যারিয়ারে নতুন ঝড় ওঠে সামান্থার। যদিও ব্যক্তিগত জীবন ভালো যায়নি এই বছর। এক চুড়ান্ত সিদ্ধান্ত তাঁকে নিতে হয়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরপরই এক সঙ্গে একাধিক ভালো দক্ষিণী ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। পাইপলাইনে রয়েছে সেই সকল ছবি। একে একে ছবির কাজ শেষ করছেন সামান্থা। এরই মাঝে প্রকাশ পায় তার হলিউডি ছবির খবর। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই সংবাদ সামনে আনেন।
তিনি জানান, ‘একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি উৎসাহিত।’ ফিলিপ জনকে ধন্যবাদ জানান তিনি তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে বলে।
এই ছবি একটি উপন্যাস থেকে নেওয়া, যা ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ নামেই লেখা। সামান্থা, যে নিজের বাবাকে খুঁজে বেড়াচ্ছে, এমনই একটি চরিত্র, তাঁর পেশা তাঁকে সাহায্য করবে এই কাজে, ছবিতে ২৭ বছরের এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন সামান্থা। তিনি জানান, এই ছবির মাধ্যমে বিশ্ব ছবির দরজা তাঁর কাছে খুলে গেল। এক সাক্ষাৎকারে এই নিয়ে সামান্থা আরও জানান, ফিলিপ জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত। তাঁর কাজ বহু বছর ধরেই সামান্থা লক্ষ্য করেন।
এই ছবির কথা ফাইনাল হয়েছে। তবে এর শুটিং এখনই শুরু হচ্ছে না। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। ২০২২ সালের আগস্টে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বিচ্ছেদই যেন হল মঙ্গল। নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই যেন ভাগ্য চাকা ঘুরল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। একের পর এক সুখবর দিয়েই চলেছেন এই অভিনেত্রী। দক্ষিণী ছবি থেকে বলিউডে নাম কুড়ালেন, এবার দেশের মাটিতে নয়, হলিউডের প্রস্তাব পেয়ে খবরের শিরোনামে সামান্থা। এই ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করছেন তিনি।
ছবির নাম ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’। এই ছবিতে এক তামিল সমকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থাকে। তিনিই আবার একটি প্রাইভেট গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।
২০২১ সালে ক্যারিয়ারে নতুন ঝড় ওঠে সামান্থার। যদিও ব্যক্তিগত জীবন ভালো যায়নি এই বছর। এক চুড়ান্ত সিদ্ধান্ত তাঁকে নিতে হয়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরপরই এক সঙ্গে একাধিক ভালো দক্ষিণী ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। পাইপলাইনে রয়েছে সেই সকল ছবি। একে একে ছবির কাজ শেষ করছেন সামান্থা। এরই মাঝে প্রকাশ পায় তার হলিউডি ছবির খবর। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই সংবাদ সামনে আনেন।
তিনি জানান, ‘একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি উৎসাহিত।’ ফিলিপ জনকে ধন্যবাদ জানান তিনি তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে বলে।
এই ছবি একটি উপন্যাস থেকে নেওয়া, যা ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ নামেই লেখা। সামান্থা, যে নিজের বাবাকে খুঁজে বেড়াচ্ছে, এমনই একটি চরিত্র, তাঁর পেশা তাঁকে সাহায্য করবে এই কাজে, ছবিতে ২৭ বছরের এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন সামান্থা। তিনি জানান, এই ছবির মাধ্যমে বিশ্ব ছবির দরজা তাঁর কাছে খুলে গেল। এক সাক্ষাৎকারে এই নিয়ে সামান্থা আরও জানান, ফিলিপ জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত। তাঁর কাজ বহু বছর ধরেই সামান্থা লক্ষ্য করেন।
এই ছবির কথা ফাইনাল হয়েছে। তবে এর শুটিং এখনই শুরু হচ্ছে না। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। ২০২২ সালের আগস্টে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
২ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
২ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১৪ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১৫ ঘণ্টা আগে