Ajker Patrika

বিচ্ছেদই যেন হল মঙ্গল সামান্থার

বিচ্ছেদই যেন হল মঙ্গল সামান্থার

বিচ্ছেদই যেন হল মঙ্গল। নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই যেন ভাগ্য চাকা ঘুরল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। একের পর এক সুখবর দিয়েই চলেছেন এই অভিনেত্রী। দক্ষিণী ছবি থেকে বলিউডে নাম কুড়ালেন, এবার দেশের মাটিতে নয়, হলিউডের প্রস্তাব পেয়ে খবরের শিরোনামে সামান্থা। এই ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করছেন তিনি।

ছবির নাম ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’। এই ছবিতে এক তামিল সমকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থাকে। তিনিই আবার একটি প্রাইভেট গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।

সামান্থা রুথ প্রভু

২০২১ সালে ক্যারিয়ারে নতুন ঝড় ওঠে সামান্থার। যদিও ব্যক্তিগত জীবন ভালো যায়নি এই বছর। এক চুড়ান্ত সিদ্ধান্ত তাঁকে নিতে হয়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরপরই এক সঙ্গে একাধিক ভালো দক্ষিণী ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। পাইপলাইনে রয়েছে সেই সকল ছবি। একে একে ছবির কাজ শেষ করছেন সামান্থা। এরই মাঝে প্রকাশ পায় তার হলিউডি ছবির খবর। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই সংবাদ সামনে আনেন।

তিনি জানান, ‘একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি উৎসাহিত।’ ফিলিপ জনকে ধন্যবাদ জানান তিনি তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে বলে।

সামান্থা রুথ প্রভু

এই ছবি একটি উপন্যাস থেকে নেওয়া, যা ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ নামেই লেখা। সামান্থা, যে নিজের বাবাকে খুঁজে বেড়াচ্ছে, এমনই একটি চরিত্র, তাঁর পেশা তাঁকে সাহায্য করবে এই কাজে, ছবিতে ২৭ বছরের এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন সামান্থা। তিনি জানান, এই ছবির মাধ্যমে বিশ্ব ছবির দরজা তাঁর কাছে খুলে গেল। এক সাক্ষাৎকারে এই নিয়ে সামান্থা আরও জানান, ফিলিপ জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত। তাঁর কাজ বহু বছর ধরেই সামান্থা লক্ষ্য করেন।

এই ছবির কথা ফাইনাল হয়েছে। তবে এর শুটিং এখনই শুরু হচ্ছে না। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। ২০২২ সালের আগস্টে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত