Ajker Patrika

আইফার সবুজ গালিচায় চাঁদের হাট

আপডেট : ০৪ জুন ২০২২, ১৪: ৫১
আইফার সবুজ গালিচায় চাঁদের হাট

বলিউড ভক্তদের চোখ এখন আবুধাবিতে। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (আইফা) ২২তম আসর চলছে সেখানে। আর এই আয়োজন ঘিরে রীতিমতো বসেছে চাঁদের হাট। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, দুই দিনব্যাপী এই জমকালো অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার (৩ জুন) সবার নজর কেড়েছে আকর্ষণীয় সাজে তারকাদের সবুজ গালিচায় পদচারণা। আইফা অ্যাওয়ার্ডের প্রথম রাতে সবুজ গালিচায় কে কেমন সাজে এসেছিলেন, চলুন দেখা যাক—

কালো আর নেভি ব্লু রঙের পোশাকে কেতাদুরস্ত সালমান খানসোনালি রঙা জমকালো গাউনে হাজির জ্যাকলিন ফার্নান্দেজকালো গাউনে আকর্ষণীয় সারা আলী খান
ফুলের নকশা করা আইস ব্লু রঙের পোশাকে দারুণ লাগছিল অনন্যা পান্ডেকেলাল রঙা ভেলভেটের পোশাকের সঙ্গে মিলিয়ে দস্তানা পরেছিলেন নেহা কক্করগোলাপি স্যুটে ড্যাশিং টাইগার শ্রফকালো ব্লেজার ও ডেনিমে হাজির নির্মাতা অনুরাগ বসুশিমারি ব্লু গাউনে বরাবরের মতো আকর্ষণীয় নোরা ফাতেহিলাল রঙা ফুলেল মোটিফের পোশাকে রাখি সাওয়ান্তপার্পল স্যুটে কেতাদুরস্ত এ আর রহমানহানি সিংয়ের গলায় সোনার গিরগিটির গয়না নজর কাড়ে সবার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত