ঢাকা: ‘ধুম’-এর আরও কোনো সিক্যুয়েল হবে কি না তা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। সেই গুজব কেটে গেছে কয়েক দিন আগে হৃতিক রোশনের দেওয়া টুইটে। ‘ধুম’–এর চতুর্থ পর্ব আসবে এটা এখন মোটামুটি নিশ্চিত।
একই রকম গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে ‘রেস’–কে নিয়েও। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল এই সিনেমার তিনটি সিক্যুয়েল দেখেছে দর্শক। ‘রেস’–এর আর কোনো পর্ব আসবে কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা।
সেই গুঞ্জনের ডালপালা ছেঁটে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছে, ‘রেস ৪’ আসবে। এরই মধ্যে খসড়া চিত্রনাট্যও লেখা হয়েছে। লিখছেন শিরাজ আহমেদ। আগের পর্বগুলোর গল্পও বেরিয়েছে তাঁর কলম থেকেই।
চিত্রনাট্য চূড়ান্ত হলেই শুরু হবে অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া। তারপরই শুটিংয়ে গড়াবে ‘রেস ৪’। আশা করা হচ্ছে, এ বছরের শেষ দিকে শুরু হতে পারে ছবির শুটিং।
অ্যাকশন থ্রিলার ধাঁচের এ সিনেমার সর্বশেষ পর্ব ‘রেস ৩’–তে অভিনয় করেছিলেন সালমান খান। ছিলেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রেস’–এর প্রথম পর্বে সাইফ আলি খান, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, বিপাশা বসুকে দেখা গিয়েছিল। ‘রেস ২’ এসেছিল ২০১৩ সালে। ছিলেন অনিল কাপুর, সাইফ আলি খান, জন আব্রাহাম আর দীপিকা–বিপাশা–জ্যাকুলিনরা।
তবে ‘রেস ৪’–এ কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কারণ ‘রেস’–এর দৌড়ে কে কখন ছিটকে পড়েন, অনুমান করা কঠিন। যেমন প্রথম দুটি পর্বের পরিচালক ছিলেন আব্বাস–মাস্তান। তৃতীয় পর্বে এসে বাদ পড়েছিলেন তাঁরা। পরিচালনার দায়িত্ব পড়েছিল রেমো ডি’সুজার কাঁধে। তাই ‘রেস ৪’–এর তারকা কারা, সেটি যেমন বলা যাচ্ছে না। তেমনই এখনো অনিশ্চিত কে বানাবেন ‘রেস’–এর বহুল প্রতীক্ষিত চতুর্থ পর্বটি।
ঢাকা: ‘ধুম’-এর আরও কোনো সিক্যুয়েল হবে কি না তা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। সেই গুজব কেটে গেছে কয়েক দিন আগে হৃতিক রোশনের দেওয়া টুইটে। ‘ধুম’–এর চতুর্থ পর্ব আসবে এটা এখন মোটামুটি নিশ্চিত।
একই রকম গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে ‘রেস’–কে নিয়েও। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল এই সিনেমার তিনটি সিক্যুয়েল দেখেছে দর্শক। ‘রেস’–এর আর কোনো পর্ব আসবে কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা।
সেই গুঞ্জনের ডালপালা ছেঁটে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছে, ‘রেস ৪’ আসবে। এরই মধ্যে খসড়া চিত্রনাট্যও লেখা হয়েছে। লিখছেন শিরাজ আহমেদ। আগের পর্বগুলোর গল্পও বেরিয়েছে তাঁর কলম থেকেই।
চিত্রনাট্য চূড়ান্ত হলেই শুরু হবে অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া। তারপরই শুটিংয়ে গড়াবে ‘রেস ৪’। আশা করা হচ্ছে, এ বছরের শেষ দিকে শুরু হতে পারে ছবির শুটিং।
অ্যাকশন থ্রিলার ধাঁচের এ সিনেমার সর্বশেষ পর্ব ‘রেস ৩’–তে অভিনয় করেছিলেন সালমান খান। ছিলেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রেস’–এর প্রথম পর্বে সাইফ আলি খান, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, বিপাশা বসুকে দেখা গিয়েছিল। ‘রেস ২’ এসেছিল ২০১৩ সালে। ছিলেন অনিল কাপুর, সাইফ আলি খান, জন আব্রাহাম আর দীপিকা–বিপাশা–জ্যাকুলিনরা।
তবে ‘রেস ৪’–এ কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কারণ ‘রেস’–এর দৌড়ে কে কখন ছিটকে পড়েন, অনুমান করা কঠিন। যেমন প্রথম দুটি পর্বের পরিচালক ছিলেন আব্বাস–মাস্তান। তৃতীয় পর্বে এসে বাদ পড়েছিলেন তাঁরা। পরিচালনার দায়িত্ব পড়েছিল রেমো ডি’সুজার কাঁধে। তাই ‘রেস ৪’–এর তারকা কারা, সেটি যেমন বলা যাচ্ছে না। তেমনই এখনো অনিশ্চিত কে বানাবেন ‘রেস’–এর বহুল প্রতীক্ষিত চতুর্থ পর্বটি।
নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
৬ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
৬ ঘণ্টা আগেগত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১৯ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১৯ ঘণ্টা আগে