বিনোদন ডেস্ক
ঢাকা: ‘ধুম’-এর আরও কোনো সিক্যুয়েল হবে কি না তা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। সেই গুজব কেটে গেছে কয়েক দিন আগে হৃতিক রোশনের দেওয়া টুইটে। ‘ধুম’–এর চতুর্থ পর্ব আসবে এটা এখন মোটামুটি নিশ্চিত।
একই রকম গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে ‘রেস’–কে নিয়েও। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল এই সিনেমার তিনটি সিক্যুয়েল দেখেছে দর্শক। ‘রেস’–এর আর কোনো পর্ব আসবে কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা।
সেই গুঞ্জনের ডালপালা ছেঁটে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছে, ‘রেস ৪’ আসবে। এরই মধ্যে খসড়া চিত্রনাট্যও লেখা হয়েছে। লিখছেন শিরাজ আহমেদ। আগের পর্বগুলোর গল্পও বেরিয়েছে তাঁর কলম থেকেই।
চিত্রনাট্য চূড়ান্ত হলেই শুরু হবে অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া। তারপরই শুটিংয়ে গড়াবে ‘রেস ৪’। আশা করা হচ্ছে, এ বছরের শেষ দিকে শুরু হতে পারে ছবির শুটিং।
অ্যাকশন থ্রিলার ধাঁচের এ সিনেমার সর্বশেষ পর্ব ‘রেস ৩’–তে অভিনয় করেছিলেন সালমান খান। ছিলেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রেস’–এর প্রথম পর্বে সাইফ আলি খান, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, বিপাশা বসুকে দেখা গিয়েছিল। ‘রেস ২’ এসেছিল ২০১৩ সালে। ছিলেন অনিল কাপুর, সাইফ আলি খান, জন আব্রাহাম আর দীপিকা–বিপাশা–জ্যাকুলিনরা।
তবে ‘রেস ৪’–এ কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কারণ ‘রেস’–এর দৌড়ে কে কখন ছিটকে পড়েন, অনুমান করা কঠিন। যেমন প্রথম দুটি পর্বের পরিচালক ছিলেন আব্বাস–মাস্তান। তৃতীয় পর্বে এসে বাদ পড়েছিলেন তাঁরা। পরিচালনার দায়িত্ব পড়েছিল রেমো ডি’সুজার কাঁধে। তাই ‘রেস ৪’–এর তারকা কারা, সেটি যেমন বলা যাচ্ছে না। তেমনই এখনো অনিশ্চিত কে বানাবেন ‘রেস’–এর বহুল প্রতীক্ষিত চতুর্থ পর্বটি।
ঢাকা: ‘ধুম’-এর আরও কোনো সিক্যুয়েল হবে কি না তা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। সেই গুজব কেটে গেছে কয়েক দিন আগে হৃতিক রোশনের দেওয়া টুইটে। ‘ধুম’–এর চতুর্থ পর্ব আসবে এটা এখন মোটামুটি নিশ্চিত।
একই রকম গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে ‘রেস’–কে নিয়েও। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল এই সিনেমার তিনটি সিক্যুয়েল দেখেছে দর্শক। ‘রেস’–এর আর কোনো পর্ব আসবে কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা।
সেই গুঞ্জনের ডালপালা ছেঁটে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছে, ‘রেস ৪’ আসবে। এরই মধ্যে খসড়া চিত্রনাট্যও লেখা হয়েছে। লিখছেন শিরাজ আহমেদ। আগের পর্বগুলোর গল্পও বেরিয়েছে তাঁর কলম থেকেই।
চিত্রনাট্য চূড়ান্ত হলেই শুরু হবে অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া। তারপরই শুটিংয়ে গড়াবে ‘রেস ৪’। আশা করা হচ্ছে, এ বছরের শেষ দিকে শুরু হতে পারে ছবির শুটিং।
অ্যাকশন থ্রিলার ধাঁচের এ সিনেমার সর্বশেষ পর্ব ‘রেস ৩’–তে অভিনয় করেছিলেন সালমান খান। ছিলেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রেস’–এর প্রথম পর্বে সাইফ আলি খান, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, বিপাশা বসুকে দেখা গিয়েছিল। ‘রেস ২’ এসেছিল ২০১৩ সালে। ছিলেন অনিল কাপুর, সাইফ আলি খান, জন আব্রাহাম আর দীপিকা–বিপাশা–জ্যাকুলিনরা।
তবে ‘রেস ৪’–এ কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কারণ ‘রেস’–এর দৌড়ে কে কখন ছিটকে পড়েন, অনুমান করা কঠিন। যেমন প্রথম দুটি পর্বের পরিচালক ছিলেন আব্বাস–মাস্তান। তৃতীয় পর্বে এসে বাদ পড়েছিলেন তাঁরা। পরিচালনার দায়িত্ব পড়েছিল রেমো ডি’সুজার কাঁধে। তাই ‘রেস ৪’–এর তারকা কারা, সেটি যেমন বলা যাচ্ছে না। তেমনই এখনো অনিশ্চিত কে বানাবেন ‘রেস’–এর বহুল প্রতীক্ষিত চতুর্থ পর্বটি।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৯ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৭ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২১ ঘণ্টা আগে