ষাট ও সত্তরের দশকের ভারতীয় সিনেমায় আশা পারেখ বেশ উল্লেখযোগ্য নাম। ওই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। শুধু অভিনয়ে নয়, ধ্রপদী নৃত্যশিল্পী হিসেবেও বিখ্যাত আশা। এখনকার বলিউড সিনেমার কাজ, বিশেষ করে নাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় সিনেমার এই কিংবদন্তি। বলেছেন, ‘মনে হয় নাচ নয়, যেন অ্যারোবিকস দেখছি।’
আশা পারেখের মত, বলিউডের সিনেমায় এখন আর ভারতীয় সংস্কৃতি দেখা যায় না। নাচের ক্ষেত্রেও এই রকম অন্তঃসারশূন্যতা চোখে পড়েছে তাঁর। নিজেদের সংস্কৃতি ভুলে পাশ্চাত্যের নৃত্য কপি করতেই মরিয়া বলিউড। অভিনেত্রী বলেছেন, ‘আমরা নিজেদের নাচের সংস্কৃতি ভুলে গিয়েছি। তার বদলে নকল করছি পাশ্চাত্যের নৃত্য। এখন যে ধরনের নাচ দেখছি বলিউডে, সেটা আমাদের নিজস্ব শৈলী নয়। কখনো কখনো মনে হয়, নাচ নয়, অ্যারোবিকস করা হচ্ছে। দেখে খুব কষ্ট হয়।’
তবে নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে ব্যতিক্রম মনে করেন আশা। ভারতীয় সংস্কৃতিকে বর্তমানে তিনিই পর্দায় ফুটিয়ে তোলেন বলে মত তাঁর। বলেন, ‘ও আলাদা। ওর কাজে নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা চোখে পড়ে।’
মাত্র ১০ বছরেই অভিনয়ে অভিষেক হয় আশার। পরিচালক বিমল রায়ের ‘মা’ সিনেমায় প্রথম শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন। ‘দিল দেকে দেখো’ সিনেমায় নিজেকে মেলে ধরেছিলেন অন্যভাবে। এরপর ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’, ‘তিসরি মঞ্জিল’, ‘পেয়ার কা মৌসুম’-এর মতো অসংখ্য সফল সিনেমায় অভিনয় করেন আশা পারেখ। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য সম্প্রতি দাদাসাহেব ফালকে পুরস্কার পান অভিনেত্রী।
ষাট ও সত্তরের দশকের ভারতীয় সিনেমায় আশা পারেখ বেশ উল্লেখযোগ্য নাম। ওই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। শুধু অভিনয়ে নয়, ধ্রপদী নৃত্যশিল্পী হিসেবেও বিখ্যাত আশা। এখনকার বলিউড সিনেমার কাজ, বিশেষ করে নাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় সিনেমার এই কিংবদন্তি। বলেছেন, ‘মনে হয় নাচ নয়, যেন অ্যারোবিকস দেখছি।’
আশা পারেখের মত, বলিউডের সিনেমায় এখন আর ভারতীয় সংস্কৃতি দেখা যায় না। নাচের ক্ষেত্রেও এই রকম অন্তঃসারশূন্যতা চোখে পড়েছে তাঁর। নিজেদের সংস্কৃতি ভুলে পাশ্চাত্যের নৃত্য কপি করতেই মরিয়া বলিউড। অভিনেত্রী বলেছেন, ‘আমরা নিজেদের নাচের সংস্কৃতি ভুলে গিয়েছি। তার বদলে নকল করছি পাশ্চাত্যের নৃত্য। এখন যে ধরনের নাচ দেখছি বলিউডে, সেটা আমাদের নিজস্ব শৈলী নয়। কখনো কখনো মনে হয়, নাচ নয়, অ্যারোবিকস করা হচ্ছে। দেখে খুব কষ্ট হয়।’
তবে নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে ব্যতিক্রম মনে করেন আশা। ভারতীয় সংস্কৃতিকে বর্তমানে তিনিই পর্দায় ফুটিয়ে তোলেন বলে মত তাঁর। বলেন, ‘ও আলাদা। ওর কাজে নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা চোখে পড়ে।’
মাত্র ১০ বছরেই অভিনয়ে অভিষেক হয় আশার। পরিচালক বিমল রায়ের ‘মা’ সিনেমায় প্রথম শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন। ‘দিল দেকে দেখো’ সিনেমায় নিজেকে মেলে ধরেছিলেন অন্যভাবে। এরপর ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’, ‘তিসরি মঞ্জিল’, ‘পেয়ার কা মৌসুম’-এর মতো অসংখ্য সফল সিনেমায় অভিনয় করেন আশা পারেখ। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য সম্প্রতি দাদাসাহেব ফালকে পুরস্কার পান অভিনেত্রী।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে