Ajker Patrika

মা হতে চলেছেন, ইন্সটাগ্রামে ছবি দিয়ে জানালেন স্বরা ভাস্কর

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭: ০৭
মা হতে চলেছেন, ইন্সটাগ্রামে ছবি দিয়ে জানালেন স্বরা ভাস্কর

বিয়ের চার মাসের মধ্যেই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। চলতি বছরের জানুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী স্বরা। আর এবার মা হওয়ার সুখবরও দিলেন স্বরা। আজ মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে স্বামী ফাহাদকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি পোস্ট করেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক সময়ই আপনার প্রার্থনা পূরণ হয়। আশীর্বাদ পেয়েছি, কৃতজ্ঞ, দারুণ লাগছে। নতুন বিশ্বতে যেন পা দিয়েছি।’

কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরার অন্তঃসত্ত্বার খবর রটেছিল। এক নেটিজেনের টুইট ঘিরেই জল্পনা শুরু হয় তখন। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। স্বরা নিজেই এবার জানিয়ে দিলেন মা হওয়ার কথা।

এই যুগলের প্রথম দেখা হয় ২০২০ সালের জানুয়ারিতে। তখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারত। সেই আন্দোলনে শামিল ছিলেন অন্য অনেক তারকার মধ্যে স্বরা ভাস্করও। সেই আন্দোলনেই ফাহাদের সঙ্গে পরিচয় স্বরার।

এর আগে স্বরা ইনস্টাগ্রামে বিভিন্ন সময় প্রেমের আভাস দিয়েছেন। গত মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে সম্পর্কের আভাস দেন স্বরা। তবে পুরুষটির মুখ অস্পষ্ট ছিল।

বলিউড পাড়ায় স্বরাকে নিয়ে ছিল নানা গুঞ্জন। লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেম করছেন তিনি—অনেকেরই এমন ধারণা ছিল।

২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। অবশ্য সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। বাণিজ্যিকভাবে সফল প্রথম সিনেমা রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। মুক্তি পায় ২০১১ সালে। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত