কানের উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে লাল গালিচায় আলো ছড়িয়েছেন ভারতীয় তারকারা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে হাজির হয়েছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব কমল হাসান, আর মাধবান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।
লাল গালিচায় হাঁটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কমলের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন এ আর রহমান। ক্যাপশনে কমল হাসানকে আন্দাভার (ঈশ্বর) এবং নিজেকে বস (থালাইভা) হিসেবে উল্লেখ করেছেন।
এদিন কানের লাল গালিচায় আলো ছড়ান অভিনেত্রী তামান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা, পূজা হেগড়েসহ বেশ কয়েকজন তারকা। একদিকে কাঁধ খোলা সাদা গাউনে সবার নজর কেড়েছেন উর্বশী। সাদা-কালো গাউনে বোল্ড লুকে বরাবরের মতো আকর্ষণীয় লাগছিল তামান্না ভাটিয়াকে।
গতকাল মঙ্গলবার (১৭ মে) থেকে শুরু হয়েছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে মোট ৯ জন জুরি বা বিচারক রয়েছেন, যাঁর মধ্যে রয়েছেন তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিচারকের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-নির্মাতা জেসমিন ত্রিনকা, ইরানি নির্মাতা আসগর ফারহাদি, ফরাসি নির্মাতা লাদি লি, যুক্তরাষ্ট্রের জেফ নিকোলস ও নরওয়ের জোয়াকিম ট্রিয়ার।
কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:
কানের উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে লাল গালিচায় আলো ছড়িয়েছেন ভারতীয় তারকারা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে হাজির হয়েছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব কমল হাসান, আর মাধবান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।
লাল গালিচায় হাঁটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কমলের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন এ আর রহমান। ক্যাপশনে কমল হাসানকে আন্দাভার (ঈশ্বর) এবং নিজেকে বস (থালাইভা) হিসেবে উল্লেখ করেছেন।
এদিন কানের লাল গালিচায় আলো ছড়ান অভিনেত্রী তামান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা, পূজা হেগড়েসহ বেশ কয়েকজন তারকা। একদিকে কাঁধ খোলা সাদা গাউনে সবার নজর কেড়েছেন উর্বশী। সাদা-কালো গাউনে বোল্ড লুকে বরাবরের মতো আকর্ষণীয় লাগছিল তামান্না ভাটিয়াকে।
গতকাল মঙ্গলবার (১৭ মে) থেকে শুরু হয়েছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে মোট ৯ জন জুরি বা বিচারক রয়েছেন, যাঁর মধ্যে রয়েছেন তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিচারকের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-নির্মাতা জেসমিন ত্রিনকা, ইরানি নির্মাতা আসগর ফারহাদি, ফরাসি নির্মাতা লাদি লি, যুক্তরাষ্ট্রের জেফ নিকোলস ও নরওয়ের জোয়াকিম ট্রিয়ার।
কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১০ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১০ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১০ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১০ ঘণ্টা আগে