Ajker Patrika

কবিরের নতুন ছবিতেও রণবির

কবিরের নতুন ছবিতেও রণবির

প্রথম ছবি মুক্তির আগেই আরও একটি ছবির পরিকল্পনা করেছেন পরিচালক কবির খান এবং রণবির সিং। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘এইটিথ্রি’ তৈরি হওয়ার সময়েই কবির একটি নতুন গল্প নিয়ে আলোচনা করেন রণবিরের সঙ্গে, যা এই অভিনেতার বেশ বেশ পছন্দ হয়। ছোট শহর থেকে আসা এক সাধারণ ছেলের গল্প নিয়ে তৈরি হবে সেই ছবি, যেখানে মুল চরিত্রে দেখা যাবে রণবিরকে। মফস্বল থেকে আসা ছেলেটি বড় শহরে এসে কী করে নিজের জায়গা তৈরি করে, তা নিয়েই বোনা হবে চিত্রনাট্য।

লকডাউন চলাকালীনই কাহিনির ভাবনাটি মাথায় এসেছিল কবিরের, যার প্রাথমিক চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি করেছেন তিনি। মনে করা হচ্ছে, আগামী ডিসেম্বরে ‘এইটিথ্রি’ মুক্তি পাওয়ার পরেই এই ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন পরিচালক। পরপর সালমন খানকে নিয়ে ‘এক থা টাইগার’,‘টিউবলাইট’ বানিয়েছিলেন।

এবার রণবীরের সঙ্গেও কবিরের জুটিও কি দীর্ঘস্থায়ী হবে? অন্য দিকে, রণবিরও ততদিনে ‘রকি অওর রানি কী প্রেম কাহানি’, ‘সার্কাস’ ইত্যাদি ছবির শুটিং শেষ করবেন। আগামী বছরের মাঝামাঝি সময়ে এই নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত