Ajker Patrika

ছেলের জন্য শাহরুখ খানের অনুরোধ

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে আসছে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ ‘দ্য বা***ডস অব বলিউড’। এই সিরিজের হাত ধরে বিনোদন দুনিয়ায় পা রাখছেন আরিয়ান। গত সোমবার নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে ছেলের প্রথম প্রজেক্টের কথা ঘোষণা করলেন শাহরুখ খান। সেখানে তিনি দর্শকদের অনুরোধ করেন, ‘আমার ছেলে আরিয়ান পরিচালনা দিয়ে বলিউডে পা রাখতে চলেছে।

এই দুনিয়া আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার ৫০ শতাংশও যদি আমার ছেলেমেয়েকে দেয়, সেটাই অনেক হবে।’ শুরু থেকেই ছেলের এই প্রজেক্টের পাশে আছেন শাহরুখ। নেটফ্লিক্সের অনুষ্ঠানে আরিয়ান, শাহরুখ ছাড়াও ছিলেন গৌরী খান ও সুহানা। তবে শোনা যাচ্ছে, এই সিরিজের প্রচারে থাকবেন না আরিয়ান। ইতিমধ্যেই নেটফ্লিক্সকে তিনি জানিয়ে দিয়েছেন, কোনো সাক্ষাৎকারও দেবেন না। অনুষ্ঠানেও শুধু রেড কার্পেটেই দেখা গেল আরিয়ানকে, মঞ্চে ওঠেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত