Ajker Patrika

চীনের ২০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টুয়েলভথ ফেল

বিনোদন ডেস্ক
Thumbnail image

‘রিস্টার্ট’ অর্থাৎ সব ঝেড়ে ফেলে আবার শুরু। যতবারই হোঁচট খাওয়া, হেরে যাওয়া, ততবারই রিস্টার্ট। এই থিমে দাঁড়িয়ে আছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার গল্প। তরুণ মনোজের আইপিএস অফিসার হয়ে ওঠার জীবনকাহিনি অবলম্বনে সিনেমাটি তৈরি করেন বিধু বিনোদ চোপড়া। বড় পর্দায় মুক্তির পর সাড়া ফেলে দিয়েছিল এই ছবিটি। তবে ওটিটিতে মুক্তির পর তি বাড়তে থাকে ব্যাপক আকারে। সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে চীনে। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানান মনোজ চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসি।

ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি নতুন সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, চীনে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। আর সেখানে মুক্তির সময় সহ অভিনেতা মেধা শঙ্করসহ সেখানে যেতে পারেন তিনি। অভিনেতা বলেন, ‘এটা নিয়ে কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি সত্যিই উচ্ছ্বসিত কারণ অনেক দিন পর এমন একটা কিছু ঘটছে।’

বিক্রান্ত আরও জানিয়েছেন, চীনে মুক্তির সব প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছেন নির্মাতারা। ছবিটি চীনে ২০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পাবে। তিনি বলেন, ‘কয়েক মাস ধরেই এই নিয়ে কাজ হচ্ছে। তবে অবশেষে খবরটা প্রকাশ্যে এল। এখন সকলেই জেনে গেছেন চীনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। চীনে হিন্দি সিনেমা বা ভারতীয় সিনেমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রায় ২০ হাজার স্ক্রিন পেয়েছে সিনেমাটি।’

উল্লেখ্য, হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমায়। ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তিতে। অবিশ্বাস্য হলেও সত্যি, টুয়েলভথ ফেলের ২৬০টির বেশি চিত্রনাট্য লিখেছেন বিধু বিনোদ চোপড়া। বিক্রান্ত ম্যাসি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মেধা শঙ্কর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত