অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় ‘হাউসফুল’। তবে হলে গিয়ে দেখা যায় উল্টো চিত্র—ফাঁকা পড়ে আছে বেশিরভাগ আসন। সিনেমার প্রচারে এটাও এক অভিনব পন্থা। অনেক প্রযোজকই নিজেরাই টিকিট কিনে সিনেমা হাউসফুল হয়েছে বলে প্রচার করেন। এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে এমন টিকিট কারসাজির অভিযোগ এনেছেন অভিনেত্রী ও প্রযোজক দিব্যা খোসলা কুমার।
তাঁর দাবি, আলিয়া অভিনীত ‘জিগরা’ সিনেমার ভুয়া কালেকশন দেখানোর জন্য আলিয়া নিজেই সিনেমার টিকিট কিনেছেন। প্রচার করেছেন হাউসফুল বলে। অথচ হলে গিয়ে দিব্যা দেখেছেন, থিয়েটার একেবারে ফাঁকা।
জিগরা মুক্তি পেয়েছে গত ১১ অক্টোবর। মুক্তির পর হাউজফুল যাচ্ছে সিনেমার শো, এমন দাবি করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। উল্টোদিকে দিব্যা খোসলা কুমারের দাবি, পুরোটাই নাকি সাজানো। শনিবার দিব্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ফাঁকা প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জিগরা দেখার জন্য সিটি মল পিভিআরে গিয়েছিলাম। থিয়েটার ছিল একেবারেই ফাঁকা। প্রায় সব আসন খালি। আলিয়া ভাটের সত্যিই অনেক জিগরা আছে। নিজেই টিকেট কিনে ভুয়া কালেকশন দেখাচ্ছে।’
দিব্যার এমন পোস্টের বিপরীতে কোনো জবাব দেননি জিগরার অভিনেত্রী ও প্রযোজক আলিয়া। দিব্যা টিকিট কারসাজির অভিযোগ করলেও বক্স অফিসে স্বস্তিতে নেই জিগরা। মুক্তির প্রথম দুই দিনে মাত্র ১১ কোটি রুপি আয় করেছে ৯০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।
ভাইকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে এক বোনের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প দেখানো হয়েছে জিগরা সিনেমায়। বানিয়েছেন ভাসান বালা। মুক্তির পর অনেকে জিগরার সঙ্গে দিব্যা অভিনীত ‘সাভি’ সিনেমার মিল খুঁজে পাচ্ছেন। গত মে মাসে মুক্তি পাওয়া সাভির গল্পে দেখা গেছে, ইংল্যান্ডের একটি কারাগার থেকে স্বামীকে বের করে আনার চেষ্টা করা এক গৃহবধূর গল্প।
অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় ‘হাউসফুল’। তবে হলে গিয়ে দেখা যায় উল্টো চিত্র—ফাঁকা পড়ে আছে বেশিরভাগ আসন। সিনেমার প্রচারে এটাও এক অভিনব পন্থা। অনেক প্রযোজকই নিজেরাই টিকিট কিনে সিনেমা হাউসফুল হয়েছে বলে প্রচার করেন। এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে এমন টিকিট কারসাজির অভিযোগ এনেছেন অভিনেত্রী ও প্রযোজক দিব্যা খোসলা কুমার।
তাঁর দাবি, আলিয়া অভিনীত ‘জিগরা’ সিনেমার ভুয়া কালেকশন দেখানোর জন্য আলিয়া নিজেই সিনেমার টিকিট কিনেছেন। প্রচার করেছেন হাউসফুল বলে। অথচ হলে গিয়ে দিব্যা দেখেছেন, থিয়েটার একেবারে ফাঁকা।
জিগরা মুক্তি পেয়েছে গত ১১ অক্টোবর। মুক্তির পর হাউজফুল যাচ্ছে সিনেমার শো, এমন দাবি করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। উল্টোদিকে দিব্যা খোসলা কুমারের দাবি, পুরোটাই নাকি সাজানো। শনিবার দিব্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ফাঁকা প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জিগরা দেখার জন্য সিটি মল পিভিআরে গিয়েছিলাম। থিয়েটার ছিল একেবারেই ফাঁকা। প্রায় সব আসন খালি। আলিয়া ভাটের সত্যিই অনেক জিগরা আছে। নিজেই টিকেট কিনে ভুয়া কালেকশন দেখাচ্ছে।’
দিব্যার এমন পোস্টের বিপরীতে কোনো জবাব দেননি জিগরার অভিনেত্রী ও প্রযোজক আলিয়া। দিব্যা টিকিট কারসাজির অভিযোগ করলেও বক্স অফিসে স্বস্তিতে নেই জিগরা। মুক্তির প্রথম দুই দিনে মাত্র ১১ কোটি রুপি আয় করেছে ৯০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।
ভাইকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে এক বোনের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প দেখানো হয়েছে জিগরা সিনেমায়। বানিয়েছেন ভাসান বালা। মুক্তির পর অনেকে জিগরার সঙ্গে দিব্যা অভিনীত ‘সাভি’ সিনেমার মিল খুঁজে পাচ্ছেন। গত মে মাসে মুক্তি পাওয়া সাভির গল্পে দেখা গেছে, ইংল্যান্ডের একটি কারাগার থেকে স্বামীকে বের করে আনার চেষ্টা করা এক গৃহবধূর গল্প।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৪ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৪ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৪ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৪ ঘণ্টা আগে