বিনোদন ডেস্ক
১৫ জুন ২০০১। ভারতে মুক্তি পেল আমির খানের ‘লগান’ আর সানি দেওলের ‘গাদার: এক প্রেমকথা’। দুটি ছবিই অবিভক্ত ব্রিটিশ ভারতের গল্প। সেই সময় সমালোচকদের প্রশংসা পাওয়ার দিক থেকে এগিয়ে ছিল ‘লগান’। অন্যদিকে ব্যবসায়িক সাফল্য বেশি পায় ‘গাদার’। ২০০২ সালে সেরা বিদেশি ভাষার ছবি ক্যাটাগরিতে একাডেমি পুরস্কারে নমিনেশন পেয়েছিল ‘লগান’। সিনেমাটি আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতে।
‘লগান’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই হিট ছবির বক্স অফিস প্রতিযোগিতা নিয়ে কথা বলেন আমির। এই দুই ছবি একই দিনে মুক্তি পাওয়ার কথা জানতে পেরেই আশুতোষ গোয়ারিকরকে সাবধান করে দিয়েছিলেন আমির, ‘খেয়াল রেখো, “গাদার’ কিন্তু ভালো ছবি হবে! আমাদেরও তৈরি থাকতে হবে।’ আমির বলেন, ‘গাদার’ ছিল একটা সুনামির মতো। আমাদের চেয়ে অনেক বেশি বাজেটের ছিল। পুরো ভারত-পাকিস্তান ছবিটি দেখেছে। ভাগ্যিস, ‘লগান’ যদি একটুও নড়বড়ে হতো, আমরা দাঁড়াতেই পারতাম না।
বেশ কিছুদিন ধরে ‘গাদার’ ছবিটি সিকোয়েলের আলোচনা চলছে। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর প্রেমের গল্পই ফুটে উঠেছিল এই ছবিতে। ২০ বছর পর আসতে চলেছে গদরের সিকোয়েল ‘গাদার টু’।
‘গাদার টু’র গল্প শুরু হবে প্রথম ছবির শেষ থেকেই। অর্থাৎ আগের ছবিতে যেমন তারা সিং তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানে গিয়েছিল। এবার তারা সিং চরিত্রের সানি দেওল ছেলেকে আনতে পৌঁছবে পাকিস্তানে। মূলত, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলতে চলেছে ‘গাদার টু’।
পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, ‘চিত্রনাট্য নিয়ে মোটামুটি প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। জি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করছে এই ছবি।’ তবে নতুন গাদার ছবিতেও থাকবেন আমিশা ও সানি দেওল, তা নিশ্চিত করেছেন অনিল শর্মা। সঙ্গে থাকছে উৎকর্ষ শর্মা। তবে পরিচালকের কথায়, ‘একটা সুপারহিট ছবির সিকোয়েল বানাতে হলে অবশ্যই একটু বেশি চাপ থাকে। দর্শকদের সেই আশাটা পূরণ করতে পারাটাই আসল লড়াই। আমরা খুব শীঘ্রই হয়তো শুটিং শুরু করতে পারবো।’
তবে এখন পর্যন্ত এই ছবি নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি সানি দেওল ও আমিশা প্যাটেল। তাঁরা জানিয়েছেন, ‘গাদার ছবি আমাদের কাছে দারুণ একটা অভিজ্ঞতা, সিকোয়েলে অভিনয় করলে গোটা টিমই নস্ট্যালজিয়াতে ডুবে থাকব।’
১৫ জুন ২০০১। ভারতে মুক্তি পেল আমির খানের ‘লগান’ আর সানি দেওলের ‘গাদার: এক প্রেমকথা’। দুটি ছবিই অবিভক্ত ব্রিটিশ ভারতের গল্প। সেই সময় সমালোচকদের প্রশংসা পাওয়ার দিক থেকে এগিয়ে ছিল ‘লগান’। অন্যদিকে ব্যবসায়িক সাফল্য বেশি পায় ‘গাদার’। ২০০২ সালে সেরা বিদেশি ভাষার ছবি ক্যাটাগরিতে একাডেমি পুরস্কারে নমিনেশন পেয়েছিল ‘লগান’। সিনেমাটি আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতে।
‘লগান’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই হিট ছবির বক্স অফিস প্রতিযোগিতা নিয়ে কথা বলেন আমির। এই দুই ছবি একই দিনে মুক্তি পাওয়ার কথা জানতে পেরেই আশুতোষ গোয়ারিকরকে সাবধান করে দিয়েছিলেন আমির, ‘খেয়াল রেখো, “গাদার’ কিন্তু ভালো ছবি হবে! আমাদেরও তৈরি থাকতে হবে।’ আমির বলেন, ‘গাদার’ ছিল একটা সুনামির মতো। আমাদের চেয়ে অনেক বেশি বাজেটের ছিল। পুরো ভারত-পাকিস্তান ছবিটি দেখেছে। ভাগ্যিস, ‘লগান’ যদি একটুও নড়বড়ে হতো, আমরা দাঁড়াতেই পারতাম না।
বেশ কিছুদিন ধরে ‘গাদার’ ছবিটি সিকোয়েলের আলোচনা চলছে। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর প্রেমের গল্পই ফুটে উঠেছিল এই ছবিতে। ২০ বছর পর আসতে চলেছে গদরের সিকোয়েল ‘গাদার টু’।
‘গাদার টু’র গল্প শুরু হবে প্রথম ছবির শেষ থেকেই। অর্থাৎ আগের ছবিতে যেমন তারা সিং তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানে গিয়েছিল। এবার তারা সিং চরিত্রের সানি দেওল ছেলেকে আনতে পৌঁছবে পাকিস্তানে। মূলত, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলতে চলেছে ‘গাদার টু’।
পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, ‘চিত্রনাট্য নিয়ে মোটামুটি প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। জি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করছে এই ছবি।’ তবে নতুন গাদার ছবিতেও থাকবেন আমিশা ও সানি দেওল, তা নিশ্চিত করেছেন অনিল শর্মা। সঙ্গে থাকছে উৎকর্ষ শর্মা। তবে পরিচালকের কথায়, ‘একটা সুপারহিট ছবির সিকোয়েল বানাতে হলে অবশ্যই একটু বেশি চাপ থাকে। দর্শকদের সেই আশাটা পূরণ করতে পারাটাই আসল লড়াই। আমরা খুব শীঘ্রই হয়তো শুটিং শুরু করতে পারবো।’
তবে এখন পর্যন্ত এই ছবি নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি সানি দেওল ও আমিশা প্যাটেল। তাঁরা জানিয়েছেন, ‘গাদার ছবি আমাদের কাছে দারুণ একটা অভিজ্ঞতা, সিকোয়েলে অভিনয় করলে গোটা টিমই নস্ট্যালজিয়াতে ডুবে থাকব।’
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৫ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৫ ঘণ্টা আগে