বিনোদন ডেস্ক
১৫ জুন ২০০১। ভারতে মুক্তি পেল আমির খানের ‘লগান’ আর সানি দেওলের ‘গাদার: এক প্রেমকথা’। দুটি ছবিই অবিভক্ত ব্রিটিশ ভারতের গল্প। সেই সময় সমালোচকদের প্রশংসা পাওয়ার দিক থেকে এগিয়ে ছিল ‘লগান’। অন্যদিকে ব্যবসায়িক সাফল্য বেশি পায় ‘গাদার’। ২০০২ সালে সেরা বিদেশি ভাষার ছবি ক্যাটাগরিতে একাডেমি পুরস্কারে নমিনেশন পেয়েছিল ‘লগান’। সিনেমাটি আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতে।
‘লগান’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই হিট ছবির বক্স অফিস প্রতিযোগিতা নিয়ে কথা বলেন আমির। এই দুই ছবি একই দিনে মুক্তি পাওয়ার কথা জানতে পেরেই আশুতোষ গোয়ারিকরকে সাবধান করে দিয়েছিলেন আমির, ‘খেয়াল রেখো, “গাদার’ কিন্তু ভালো ছবি হবে! আমাদেরও তৈরি থাকতে হবে।’ আমির বলেন, ‘গাদার’ ছিল একটা সুনামির মতো। আমাদের চেয়ে অনেক বেশি বাজেটের ছিল। পুরো ভারত-পাকিস্তান ছবিটি দেখেছে। ভাগ্যিস, ‘লগান’ যদি একটুও নড়বড়ে হতো, আমরা দাঁড়াতেই পারতাম না।
বেশ কিছুদিন ধরে ‘গাদার’ ছবিটি সিকোয়েলের আলোচনা চলছে। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর প্রেমের গল্পই ফুটে উঠেছিল এই ছবিতে। ২০ বছর পর আসতে চলেছে গদরের সিকোয়েল ‘গাদার টু’।
‘গাদার টু’র গল্প শুরু হবে প্রথম ছবির শেষ থেকেই। অর্থাৎ আগের ছবিতে যেমন তারা সিং তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানে গিয়েছিল। এবার তারা সিং চরিত্রের সানি দেওল ছেলেকে আনতে পৌঁছবে পাকিস্তানে। মূলত, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলতে চলেছে ‘গাদার টু’।
পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, ‘চিত্রনাট্য নিয়ে মোটামুটি প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। জি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করছে এই ছবি।’ তবে নতুন গাদার ছবিতেও থাকবেন আমিশা ও সানি দেওল, তা নিশ্চিত করেছেন অনিল শর্মা। সঙ্গে থাকছে উৎকর্ষ শর্মা। তবে পরিচালকের কথায়, ‘একটা সুপারহিট ছবির সিকোয়েল বানাতে হলে অবশ্যই একটু বেশি চাপ থাকে। দর্শকদের সেই আশাটা পূরণ করতে পারাটাই আসল লড়াই। আমরা খুব শীঘ্রই হয়তো শুটিং শুরু করতে পারবো।’
তবে এখন পর্যন্ত এই ছবি নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি সানি দেওল ও আমিশা প্যাটেল। তাঁরা জানিয়েছেন, ‘গাদার ছবি আমাদের কাছে দারুণ একটা অভিজ্ঞতা, সিকোয়েলে অভিনয় করলে গোটা টিমই নস্ট্যালজিয়াতে ডুবে থাকব।’
১৫ জুন ২০০১। ভারতে মুক্তি পেল আমির খানের ‘লগান’ আর সানি দেওলের ‘গাদার: এক প্রেমকথা’। দুটি ছবিই অবিভক্ত ব্রিটিশ ভারতের গল্প। সেই সময় সমালোচকদের প্রশংসা পাওয়ার দিক থেকে এগিয়ে ছিল ‘লগান’। অন্যদিকে ব্যবসায়িক সাফল্য বেশি পায় ‘গাদার’। ২০০২ সালে সেরা বিদেশি ভাষার ছবি ক্যাটাগরিতে একাডেমি পুরস্কারে নমিনেশন পেয়েছিল ‘লগান’। সিনেমাটি আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতে।
‘লগান’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই হিট ছবির বক্স অফিস প্রতিযোগিতা নিয়ে কথা বলেন আমির। এই দুই ছবি একই দিনে মুক্তি পাওয়ার কথা জানতে পেরেই আশুতোষ গোয়ারিকরকে সাবধান করে দিয়েছিলেন আমির, ‘খেয়াল রেখো, “গাদার’ কিন্তু ভালো ছবি হবে! আমাদেরও তৈরি থাকতে হবে।’ আমির বলেন, ‘গাদার’ ছিল একটা সুনামির মতো। আমাদের চেয়ে অনেক বেশি বাজেটের ছিল। পুরো ভারত-পাকিস্তান ছবিটি দেখেছে। ভাগ্যিস, ‘লগান’ যদি একটুও নড়বড়ে হতো, আমরা দাঁড়াতেই পারতাম না।
বেশ কিছুদিন ধরে ‘গাদার’ ছবিটি সিকোয়েলের আলোচনা চলছে। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর প্রেমের গল্পই ফুটে উঠেছিল এই ছবিতে। ২০ বছর পর আসতে চলেছে গদরের সিকোয়েল ‘গাদার টু’।
‘গাদার টু’র গল্প শুরু হবে প্রথম ছবির শেষ থেকেই। অর্থাৎ আগের ছবিতে যেমন তারা সিং তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানে গিয়েছিল। এবার তারা সিং চরিত্রের সানি দেওল ছেলেকে আনতে পৌঁছবে পাকিস্তানে। মূলত, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলতে চলেছে ‘গাদার টু’।
পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, ‘চিত্রনাট্য নিয়ে মোটামুটি প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। জি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করছে এই ছবি।’ তবে নতুন গাদার ছবিতেও থাকবেন আমিশা ও সানি দেওল, তা নিশ্চিত করেছেন অনিল শর্মা। সঙ্গে থাকছে উৎকর্ষ শর্মা। তবে পরিচালকের কথায়, ‘একটা সুপারহিট ছবির সিকোয়েল বানাতে হলে অবশ্যই একটু বেশি চাপ থাকে। দর্শকদের সেই আশাটা পূরণ করতে পারাটাই আসল লড়াই। আমরা খুব শীঘ্রই হয়তো শুটিং শুরু করতে পারবো।’
তবে এখন পর্যন্ত এই ছবি নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি সানি দেওল ও আমিশা প্যাটেল। তাঁরা জানিয়েছেন, ‘গাদার ছবি আমাদের কাছে দারুণ একটা অভিজ্ঞতা, সিকোয়েলে অভিনয় করলে গোটা টিমই নস্ট্যালজিয়াতে ডুবে থাকব।’
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৩৪ মিনিট আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৪ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৫ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৫ ঘণ্টা আগে