Ajker Patrika

‘গাদার ২’ শুটিং শুরু হবে শীঘ্রই

বিনোদন ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৯: ০৩
‘গাদার ২’ শুটিং শুরু হবে শীঘ্রই

১৫ জুন ২০০১। ভারতে মুক্তি পেল আমির খানের ‘লগান’ আর সানি দেওলের ‘গাদার: এক প্রেমকথা’। দুটি ছবিই অবিভক্ত ব্রিটিশ ভারতের গল্প। সেই সময় সমালোচকদের প্রশংসা পাওয়ার দিক থেকে এগিয়ে ছিল ‘লগান’। অন্যদিকে ব্যবসায়িক সাফল্য বেশি পায় ‘গাদার’। ২০০২ সালে সেরা বিদেশি ভাষার ছবি ক্যাটাগরিতে একাডেমি পুরস্কারে নমিনেশন পেয়েছিল ‘লগান’। সিনেমাটি আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতে।

‘লগান’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই হিট ছবির বক্স অফিস প্রতিযোগিতা নিয়ে কথা বলেন আমির। এই দুই ছবি একই দিনে মুক্তি পাওয়ার কথা জানতে পেরেই আশুতোষ গোয়ারিকরকে সাবধান করে দিয়েছিলেন আমির, ‘খেয়াল রেখো, “গাদার’ কিন্তু ভালো ছবি হবে! আমাদেরও তৈরি থাকতে হবে।’ আমির বলেন, ‘গাদার’ ছিল একটা সুনামির মতো। আমাদের চেয়ে অনেক বেশি বাজেটের ছিল। পুরো ভারত-পাকিস্তান ছবিটি দেখেছে। ভাগ্যিস, ‘লগান’ যদি একটুও নড়বড়ে হতো, আমরা দাঁড়াতেই পারতাম না।

বেশ কিছুদিন ধরে ‘গাদার’ ছবিটি সিকোয়েলের আলোচনা চলছে। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর প্রেমের গল্পই ফুটে উঠেছিল এই ছবিতে। ২০ বছর পর আসতে চলেছে গদরের সিকোয়েল ‘গাদার টু’।

‘গাদার টু’র গল্প শুরু হবে প্রথম ছবির শেষ থেকেই। অর্থাৎ আগের ছবিতে যেমন তারা সিং তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানে গিয়েছিল। এবার তারা সিং চরিত্রের সানি দেওল ছেলেকে আনতে পৌঁছবে পাকিস্তানে। মূলত, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলতে চলেছে ‘গাদার টু’।

পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, ‘চিত্রনাট্য নিয়ে মোটামুটি প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। জি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করছে এই ছবি।’ তবে নতুন গাদার ছবিতেও থাকবেন আমিশা ও সানি দেওল, তা নিশ্চিত করেছেন অনিল শর্মা। সঙ্গে থাকছে উৎকর্ষ শর্মা। তবে পরিচালকের কথায়, ‘একটা সুপারহিট ছবির সিকোয়েল বানাতে হলে অবশ্যই একটু বেশি চাপ থাকে। দর্শকদের সেই আশাটা পূরণ করতে পারাটাই আসল লড়াই। আমরা খুব শীঘ্রই হয়তো শুটিং শুরু করতে পারবো।’

তবে এখন পর্যন্ত এই ছবি নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি সানি দেওল ও আমিশা প্যাটেল। তাঁরা জানিয়েছেন, ‘গাদার ছবি আমাদের কাছে দারুণ একটা অভিজ্ঞতা, সিকোয়েলে অভিনয় করলে গোটা টিমই নস্ট্যালজিয়াতে ডুবে থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত