Ajker Patrika

বিষ্ণুর অবতার রূপে ভিকি, প্রকাশ্যে সিনেমার পোস্টার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৭: ২৩
Thumbnail image
ছবি: ইনস্টাগ্রাম

পৌরাণিক চরিত্রে পর্দায় হাজির হবেন ভিকি কৌশল। আসন্ন নতুন সিনেমা ‘মহাবতার’–এর প্রথম পোস্টার শেয়ার করেছেন তিনি। এই সিনেমায় অভিনেতাকে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে দেখা যাবে। পৌরাণিক যোদ্ধার কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশিক।

অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে পোস্টারের প্রথম ঝলক। পোস্টার দেখে ভিকিকে চিনতে পারা যাচ্ছে না! লম্বা চুল এবং ঘন দাঁড়ি। পোস্টারের পাশাপাশি একটি ছোট ক্লিপও পোস্ট করেছেন ভিকি। ক্লিপে তাঁকে মরিচা রঙের ধুতি ও বাহুতে রুদ্রাক্ষ পরা অবস্থায় একটি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। পরশুরামের শক্তিমত্তাই প্রতীকায়িত হয়েছে পোস্টার ও ক্লিপে।

পোস্টে ভিকি লিখেছেন, দিনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার কাহিনিকে জীবন্ত করে তুলছেন। ভিকি কৌশল চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় অভিনয় করছেন। হ্যাশট্যাগ মহাবতার দিয়ে তিনি আরও লিখেছেন, এটি পরিচালনা করছেন অমর কৌশিক। ২০২৬ সালের বড়দিনে সিনেমাটি আসছে।

পরশুরাম, যিনি পরশুরাম অবতার নামেও পরিচিত। হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর ১০ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার মানা হয় তাঁকে। পুরাণ মতে, ভগবান বিষ্ণু মানব রূপে পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী সম্রাট কর্তাবীর্য অর্জুনের হাত থেকে মানুষের মুক্তির জন্য। এই ক্ষত্রিয় সম্রাট অহংকারী ছিলেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরশুরামের উদ্দেশ্য ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠ করা।

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছিল তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। তাঁকে পরবর্তীতে লাভ অ্যান্ড ওয়ার–এ দেখা যাবে সেলিব্রিটি দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত