বিনোদন ডেস্ক
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার দৌড় যেন অপ্রতিরোধ্য। যেমনটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে সিনেমাটির আয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ বুধবার প্রথম প্রহরেই ৬০০ কোটি রুপির ঘরে প্রবেশ করবে সিনেমাটি। গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল ৫৭৪ কোটি রুপি।
মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি রেকর্ড ভেঙে চলেছে। মুক্তির মাত্র ষষ্ঠ দিনে সিনেমাটির হিন্দি ভার্সনের আয় দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি পেরিয়েছে, যা নতুন রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল শাহরুখের ‘পাঠান’-এর দখলে, মুক্তির সপ্তম দিনে ৩০০ কোটি রুপির ঘর ছুঁয়েছিল সিনেমাটির হিন্দি ভার্সন।
এদিকে বলিউড বক্স অফিসের তথ্যদাতা সাকনিল্ক জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভারতে সব ভাষায় ‘জওয়ান’ আয় করেছে প্রায় ২৯ কোটি রুপি। সব মিলিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় ৩৫০ কোটি রুপি পেরিয়েছে।
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে। সিনেমা হলে মুক্তির আগেই ২৫-৩০ কোটি রুপির টিকিট বিক্রি হয়ে যায়। আর প্রথম দিনে ‘জওয়ান’ আয় করে ৭৫ কোটি রুপি, যা বলিউড সিনেমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং। এর মধ্যে হিন্দি ভার্সনে ৬৫.৫ কোটি রুপি, তামিলে ৫.৫ কোটি রুপি আর তেলুগুতে ৪ কোটি রুপি আয় করে সিনেমাটি।
এর পরদিন, অর্থাৎ গত শুক্রবার ‘জওয়ান’ আয় করে ৫৩.২৩ কোটি রুপি। শনিবার ৭৭.৮৩ কোটি রুপি। রোববারে এসে সিনেমাটি আয় করে ৮০.১ কোটি রুপি, যা মুক্তির পর এক দিনে সর্বোচ্চ আয়। সোমবার সিনেমাটি আয় করে ৩০ কোটি রুপি এবং সর্বশেষ গতকাল মঙ্গলবার জওয়ান ঘরে তুলল প্রায় ২৯ কোটি রুপি।
২০২৩ সালে মুক্তি পাওয়া মাত্র দুটি বলিউড সিনেমা এর আগে পার করতে পেরেছে ৩০০ কোটির ঘর, যার মধ্যে সবার আগে রয়েছে শাহরুখের ‘পাঠান’, তারপর সানি দেওলের ‘গদর ২’।
দক্ষিণের নির্মাতা অ্যাটলি পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণের তারকা নয়নতারা ও বিজয় সেতুপতি। এ ছাড়া অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ খান ও গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার দৌড় যেন অপ্রতিরোধ্য। যেমনটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে সিনেমাটির আয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ বুধবার প্রথম প্রহরেই ৬০০ কোটি রুপির ঘরে প্রবেশ করবে সিনেমাটি। গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল ৫৭৪ কোটি রুপি।
মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি রেকর্ড ভেঙে চলেছে। মুক্তির মাত্র ষষ্ঠ দিনে সিনেমাটির হিন্দি ভার্সনের আয় দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি পেরিয়েছে, যা নতুন রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল শাহরুখের ‘পাঠান’-এর দখলে, মুক্তির সপ্তম দিনে ৩০০ কোটি রুপির ঘর ছুঁয়েছিল সিনেমাটির হিন্দি ভার্সন।
এদিকে বলিউড বক্স অফিসের তথ্যদাতা সাকনিল্ক জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভারতে সব ভাষায় ‘জওয়ান’ আয় করেছে প্রায় ২৯ কোটি রুপি। সব মিলিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় ৩৫০ কোটি রুপি পেরিয়েছে।
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে। সিনেমা হলে মুক্তির আগেই ২৫-৩০ কোটি রুপির টিকিট বিক্রি হয়ে যায়। আর প্রথম দিনে ‘জওয়ান’ আয় করে ৭৫ কোটি রুপি, যা বলিউড সিনেমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং। এর মধ্যে হিন্দি ভার্সনে ৬৫.৫ কোটি রুপি, তামিলে ৫.৫ কোটি রুপি আর তেলুগুতে ৪ কোটি রুপি আয় করে সিনেমাটি।
এর পরদিন, অর্থাৎ গত শুক্রবার ‘জওয়ান’ আয় করে ৫৩.২৩ কোটি রুপি। শনিবার ৭৭.৮৩ কোটি রুপি। রোববারে এসে সিনেমাটি আয় করে ৮০.১ কোটি রুপি, যা মুক্তির পর এক দিনে সর্বোচ্চ আয়। সোমবার সিনেমাটি আয় করে ৩০ কোটি রুপি এবং সর্বশেষ গতকাল মঙ্গলবার জওয়ান ঘরে তুলল প্রায় ২৯ কোটি রুপি।
২০২৩ সালে মুক্তি পাওয়া মাত্র দুটি বলিউড সিনেমা এর আগে পার করতে পেরেছে ৩০০ কোটির ঘর, যার মধ্যে সবার আগে রয়েছে শাহরুখের ‘পাঠান’, তারপর সানি দেওলের ‘গদর ২’।
দক্ষিণের নির্মাতা অ্যাটলি পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণের তারকা নয়নতারা ও বিজয় সেতুপতি। এ ছাড়া অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ খান ও গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৩ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৬ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৭ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৭ ঘণ্টা আগে