ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস
‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’ ও ‘দ্য সাবস্ট্যান্স’—৩০তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ছিল এ তিন সিনেমার জয়জয়কার। প্রতিটি সিনেমা তিনটি করে বিভাগে পেল পুরস্কার। তবে সেরা সিনেমার পুরস্কারটি নিয়ে গেল ‘আনোরা’। এবার সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি, তবে একটি পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আনোরা টিমকে।
প্রতিবছর সিনেমা ও টিভির উল্লেখযোগ্য প্রোডাকশনকে পুরস্কৃত করা হয় ক্রিটিকস চয়েসের মঞ্চে। গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বছরের আসর। তবে লস অ্যাঞ্জেলেসের অগ্নিদুর্ঘটনার জেরে প্রায় এক মাস পিছিয়ে আসরটি অনুষ্ঠিত হলো ৭ ফেব্রুয়ারি রাতে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায়। তৃতীয়বারের মতো এবারও অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন চেলসি হ্যান্ডলার।
সেরা পরিচালকের পুরস্কার পেয়ে পরিচালক জন এম চু একটু বেশিই উচ্ছ্বসিত ছিলেন। কারণ, তাঁর পরিচালিত ‘উইকেড’ সিনেমাটি অস্কারে আলোচিত থাকলেও সেরা পরিচালকের মনোনয়ন তিনি পাননি। অথচ ক্রিটিকস চয়েসের মঞ্চে অস্কার মনোনীত সব নির্মাতাকে পেছনে ফেলে বাজিমাত করলেন তিনি। মঞ্চে তাই মজা করে বলেই ফেললেন, ‘অস্কারটিও মনে হয় আমি পেতে চলেছি।’
অভিনয় বিভাগে তেমন কোনো চমক এবার দেখা যায়নি। কোন অভিনয়শিল্পীরা পুরস্কার পেতে পারেন, তা আগেই অনুমান করেছিলেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। তাঁদের সে অনুমানই সত্য হলো। দ্য সাবস্ট্যান্স সিনেমার জন্য সেরা অভিনেত্রী হলেন ডেমি মুর, দ্য ব্রুটালিস্টের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অ্যাড্রিয়েন ব্রডি। এ ছাড়া সেরা পার্শ্ব-অভিনেত্রী জো সালদানা (এমিলিয়া পেরেজ) এবং ‘আ রিয়েল পেইন’-এর জন্য পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেলেন কিরান কালকিন।
টেলিভিশন বিভাগে চারটি পুরস্কার পেয়ে চমক দেখাল ‘শোগান’। সেরা কমেডি সিরিজসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে ‘হ্যাকস’ সিরিজ। এ ছাড়া সেরা লিমিটেড সিরিজের পুরস্কারটি গেছে ‘বেবি রেইনডিয়ার’-এর ঘরে।
উল্লেখযোগ্য বিভাগের বিজয়ীরা
সেরা সিনেমা: আনোরা
অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
অভিনেত্রী: ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
পার্শ্ব-অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন)
পার্শ্ব-অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)
পরিচালক: জন এম চু (উইকেড)
মৌলিক চিত্রনাট্য: কোরালি ফারগেট (দ্য সাবস্ট্যান্স)
অভিযোজিত চিত্রনাট্য: পিটার স্ট্রুগান (কনক্লেভ)
চিত্রগ্রহণ: জারিন ব্ল্যাশকে (নসফেরাতু)
অ্যানিমেশন সিনেমা: দ্য ওয়াইল্ড রোবট
বিদেশি ভাষার সিনেমা: এমিলিয়া পেরেজ
গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
ড্রামা সিরিজ: শোগান
কমেডি সিরিজ: হ্যাকস
বিদেশি ভাষার সিরিজ: স্কুইড গেম
টক শো: জন মুলানি প্রেজেন্টস: এভরিবডি ইজ ইন এল এ (নেটফ্লিক্স)
‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’ ও ‘দ্য সাবস্ট্যান্স’—৩০তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ছিল এ তিন সিনেমার জয়জয়কার। প্রতিটি সিনেমা তিনটি করে বিভাগে পেল পুরস্কার। তবে সেরা সিনেমার পুরস্কারটি নিয়ে গেল ‘আনোরা’। এবার সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি, তবে একটি পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আনোরা টিমকে।
প্রতিবছর সিনেমা ও টিভির উল্লেখযোগ্য প্রোডাকশনকে পুরস্কৃত করা হয় ক্রিটিকস চয়েসের মঞ্চে। গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বছরের আসর। তবে লস অ্যাঞ্জেলেসের অগ্নিদুর্ঘটনার জেরে প্রায় এক মাস পিছিয়ে আসরটি অনুষ্ঠিত হলো ৭ ফেব্রুয়ারি রাতে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায়। তৃতীয়বারের মতো এবারও অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন চেলসি হ্যান্ডলার।
সেরা পরিচালকের পুরস্কার পেয়ে পরিচালক জন এম চু একটু বেশিই উচ্ছ্বসিত ছিলেন। কারণ, তাঁর পরিচালিত ‘উইকেড’ সিনেমাটি অস্কারে আলোচিত থাকলেও সেরা পরিচালকের মনোনয়ন তিনি পাননি। অথচ ক্রিটিকস চয়েসের মঞ্চে অস্কার মনোনীত সব নির্মাতাকে পেছনে ফেলে বাজিমাত করলেন তিনি। মঞ্চে তাই মজা করে বলেই ফেললেন, ‘অস্কারটিও মনে হয় আমি পেতে চলেছি।’
অভিনয় বিভাগে তেমন কোনো চমক এবার দেখা যায়নি। কোন অভিনয়শিল্পীরা পুরস্কার পেতে পারেন, তা আগেই অনুমান করেছিলেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। তাঁদের সে অনুমানই সত্য হলো। দ্য সাবস্ট্যান্স সিনেমার জন্য সেরা অভিনেত্রী হলেন ডেমি মুর, দ্য ব্রুটালিস্টের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অ্যাড্রিয়েন ব্রডি। এ ছাড়া সেরা পার্শ্ব-অভিনেত্রী জো সালদানা (এমিলিয়া পেরেজ) এবং ‘আ রিয়েল পেইন’-এর জন্য পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেলেন কিরান কালকিন।
টেলিভিশন বিভাগে চারটি পুরস্কার পেয়ে চমক দেখাল ‘শোগান’। সেরা কমেডি সিরিজসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে ‘হ্যাকস’ সিরিজ। এ ছাড়া সেরা লিমিটেড সিরিজের পুরস্কারটি গেছে ‘বেবি রেইনডিয়ার’-এর ঘরে।
উল্লেখযোগ্য বিভাগের বিজয়ীরা
সেরা সিনেমা: আনোরা
অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
অভিনেত্রী: ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
পার্শ্ব-অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন)
পার্শ্ব-অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)
পরিচালক: জন এম চু (উইকেড)
মৌলিক চিত্রনাট্য: কোরালি ফারগেট (দ্য সাবস্ট্যান্স)
অভিযোজিত চিত্রনাট্য: পিটার স্ট্রুগান (কনক্লেভ)
চিত্রগ্রহণ: জারিন ব্ল্যাশকে (নসফেরাতু)
অ্যানিমেশন সিনেমা: দ্য ওয়াইল্ড রোবট
বিদেশি ভাষার সিনেমা: এমিলিয়া পেরেজ
গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
ড্রামা সিরিজ: শোগান
কমেডি সিরিজ: হ্যাকস
বিদেশি ভাষার সিরিজ: স্কুইড গেম
টক শো: জন মুলানি প্রেজেন্টস: এভরিবডি ইজ ইন এল এ (নেটফ্লিক্স)
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১০ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১০ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১০ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে