Ajker Patrika

ভোটের আবহ নিয়ে আসছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন

বিনোদন ডেস্ক
‘পঞ্চায়েত’ সিরিজের দৃশ্য
‘পঞ্চায়েত’ সিরিজের দৃশ্য

হলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে। ফিরে আসা আর তার হয় না।

এভাবে কেটেছে আরও দুই সিজন। প্রতিটি সিজন তুমুল হিট। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র।

তিনটি সিজনের সাফল্যের পর এবার আসছে পঞ্চায়েতের চতুর্থ সিজন। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে সিরিজটির টিজার অবমুক্ত করেন দীপক মিশ্র, চিত্রনাট্যকার চন্দন কুমার, অভিনেতা জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার প্রমুখ। টিজার প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২ জুলাই প্রকাশ পাবে পঞ্চায়েতের চতুর্থ সিজন। এ সিজনের গল্প—ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ। নির্বাচনে মুখোমুখি প্রধানজির স্ত্রী মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। ভোটের মাঠে তাদের জোর টক্করের পাশাপাশি থাকবে অভিষেক, প্রহ্লাদ, বিকাশ, সানভিকাদের গল্পও।

সামিটে টিজার প্রকাশের পাশাপাশি পঞ্চায়েতের নেপথ্যের কাহিনি জানিয়েছেন নির্মাতা। জানান গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথাও। পঞ্চায়েতের সাফল্যের সূত্র ধরে ‘দোপাহিয়া’ নামে আরেকটি গ্রামীণ গল্পের সিরিজ এসেছে প্রাইম ভিডিওতে। এটিও দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। একই প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছে ‘গ্রামীণ চিকিৎসালয়’ সিরিজ।

নির্মাতা দীপকের আশা, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমাগুলোতে যেমন এক সিনেমার চরিত্রদের আরেক সিনেমায় দেখায়, ভবিষ্যতে গ্রামীণ গল্পের সিরিজগুলোতেও এমন ক্রসওভার ঘটলে বিষয়টি দারুণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত