Ajker Patrika

ওটিটি

‘কানাগলি’ ওয়েব সিরিজে খুনের রহস্য

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহরে খুন হচ্ছে একের পর এক নারী। অস্ত্র হিসেবে ব্যবহার করছে কাঁচি। পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই সিরিয়াল কিলারকে। কিন্তু কোনো হদিস মিলছে না। খুনের ঘটনা কিছুতেই থামানো যাচ্ছে না। পুরো শহরে আতঙ্কে নেমে আসে। এ ঘটনার তদন্তের দায়িত্ব পড়ে বিচক্ষণ পুলিশ কর্মকর্তা মাহফুজের কাঁধে। কিন্তু ঘটনার গভীরে প্রবেশ করে সে বুঝতে পারে, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা।

কে এই খুনি? এই নারীদের মৃত্যুর রহস্য কী? এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘কানাগলি’। ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি। গতকাল ট্রেলার প্রকাশ করে দেওয়া হয় মুক্তির ঘোষণা। কানাগলি ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা মাহফুজের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন আইশা খান।

অভিনয়ে আরও আছেন আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ, নাজিবা বাশার প্রমুখ। সিরিজটি বানিয়েছেন আহমেদ জিহাদ। এটি নির্মাতার প্রথম ওয়েব সিরিজ। চিত্রনাট্যও লিখেছেন তিনি।

কানাগলি সিরিজ নিয়ে কথা বলতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, এখন তিনি আছেন সৌদি আরবে। সেখান থেকে নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আহমেদ জিহাদ বলেন, ‘এটি সাইকো থ্রিলার ঘরানার গল্প। এখানে আমাদের সমাজের বৈষম্যগুলো তুলে ধরা হয়েছে। এর আগে নাটক বানালেও এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট। চেষ্টা করেছি দর্শকের জন্য একটি উপভোগ্য সিরিজ নির্মাণের। শেষ দিকে একটি চমক রাখা হয়েছে। আশা করছি, গল্পটি শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত