নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চেক প্রতারণার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের দায়ের করা মামলায় গত ২৪ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। আজ রোববার কোম্পানিটির আইনজীবী আবু আল নাহিদ এই তথ্য জানান।
আবু আল নাহিদ বলেন, ‘গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন আইপিডিসি ফাইনান্স লিমিটেডের কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ।’
মামলার অভিযোগে বলা হয়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পাওনা ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিষদে চেক দেন অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমি। ব্যাংকে দাখিল করার পর মৌসুমির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান (ডিসঅনার) হয়। পরবর্তীতে টাকা পরিশোধের জন্য কোম্পানি উকিল নোটিশ পাঠানোর পরও মৌসুমি টাকা পরিশোধ করেননি।
আইনজীবী আবু আল নাহিদ বলেন, ‘আইপিডিসি ফাইনান্স লিমিটেড থেকে গাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিলেন মৌসুমি। সেই ঋণের কিস্তির টাকা পরিশোধ না করায় এই মামলা হয়।’
আদালত মামলাটি আমলে নিয়ে মৌসুমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য গুলশান–১ এর বাসায় এ সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মৌসুমি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
এদিকে মৌসুমির স্বামী চিত্রনায়ক ওমর সানি আজ গণমাধ্যমকে বলেন, তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। বর্তমানে আর্থিক অবস্থা ভালো না থাকায় কিস্তির টাকা পরিশোধ হয়নি। আইপিডিসি ফাইনান্স লিমিটেডকে তারা চিঠি দিয়ে কিস্তির পরিমাণ কমানোর কথা বলেছিলেন। কিন্তু ওই চিঠিতে সাড়া না দিয়ে তারা মামলা করে দিয়েছে।
ওমর সানি আরও বলেন, ‘সামান্য কয়টা টাকার জন্য মৌসুমি পালিয়ে যাবেন না।’
চেক প্রতারণার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের দায়ের করা মামলায় গত ২৪ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। আজ রোববার কোম্পানিটির আইনজীবী আবু আল নাহিদ এই তথ্য জানান।
আবু আল নাহিদ বলেন, ‘গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন আইপিডিসি ফাইনান্স লিমিটেডের কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ।’
মামলার অভিযোগে বলা হয়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পাওনা ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিষদে চেক দেন অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমি। ব্যাংকে দাখিল করার পর মৌসুমির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান (ডিসঅনার) হয়। পরবর্তীতে টাকা পরিশোধের জন্য কোম্পানি উকিল নোটিশ পাঠানোর পরও মৌসুমি টাকা পরিশোধ করেননি।
আইনজীবী আবু আল নাহিদ বলেন, ‘আইপিডিসি ফাইনান্স লিমিটেড থেকে গাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিলেন মৌসুমি। সেই ঋণের কিস্তির টাকা পরিশোধ না করায় এই মামলা হয়।’
আদালত মামলাটি আমলে নিয়ে মৌসুমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য গুলশান–১ এর বাসায় এ সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মৌসুমি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
এদিকে মৌসুমির স্বামী চিত্রনায়ক ওমর সানি আজ গণমাধ্যমকে বলেন, তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। বর্তমানে আর্থিক অবস্থা ভালো না থাকায় কিস্তির টাকা পরিশোধ হয়নি। আইপিডিসি ফাইনান্স লিমিটেডকে তারা চিঠি দিয়ে কিস্তির পরিমাণ কমানোর কথা বলেছিলেন। কিন্তু ওই চিঠিতে সাড়া না দিয়ে তারা মামলা করে দিয়েছে।
ওমর সানি আরও বলেন, ‘সামান্য কয়টা টাকার জন্য মৌসুমি পালিয়ে যাবেন না।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১১ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১১ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১১ ঘণ্টা আগে