হিন্দি বিনোদন জগতের বহুমুখী প্রতিভার অধিকারী বিগ বস-১৮ বিজয়ী করণ বীর মেহরা। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার তাঁর। বিগ বস তাঁকে ভারতজুড়ে আরও এক নতুন পরিচয় এনে দিয়েছে। প্রতিভাবান তরুণ অভিনেতা থেকে বনে গেছেন জনপ্রিয় তারকা।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা করণের। শিক্ষাজীবন শুরু হয় মুসৌরির ওয়েনবার্গ অ্যালেন স্কুলে এবং পরে দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস)। এখান থেকেই তাঁর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চাভিলাষী মনোভাবের ভিত্তি তৈরি হয়। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন ও বিক্রয় প্রচার নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি তাঁর গভীর টান শোবিজ দুনিয়ায় নিয়ে আসে। প্রয়াত দাদার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি নিজের নামের সঙ্গে ‘বীর’ যুক্ত করেন।
করণ প্রথম দর্শকের মন জয় করেন ২০০৫ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘রিমিক্স’-এর মাধ্যমে। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে বিবি অউর ম্যায় এবং জিদ্দি দিল মানে না। শুধু ছোট পর্দায় নয়, বলিউডেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেরে ড্যাড কি মারুতি’ এবং ‘রাগিনি এমএমএস ২’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি কাজ করেছেন, যেমন ‘ইটস নট দ্যাট সিম্পল’ এবং ‘কাপল অব মিস্টেকস’।
পর্দার বাইরে করণ তাঁর কর্মক্ষমতা প্রমাণ করেছেন ফিয়ার ফ্যাক্টর: খত্রোকে খিলাড়ি ১৪-এর বিজয়ী হয়ে। এ ছাড়া সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন।
তাঁর সর্বশেষ সাফল্য বিগ বস ১৮-এর শিরোপা জয়। এ জয় তাঁকে শুধু একজন প্রতিভাবান তারকা নয়, বরং এক অদম্য ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
হিন্দি বিনোদন জগতের বহুমুখী প্রতিভার অধিকারী বিগ বস-১৮ বিজয়ী করণ বীর মেহরা। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার তাঁর। বিগ বস তাঁকে ভারতজুড়ে আরও এক নতুন পরিচয় এনে দিয়েছে। প্রতিভাবান তরুণ অভিনেতা থেকে বনে গেছেন জনপ্রিয় তারকা।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা করণের। শিক্ষাজীবন শুরু হয় মুসৌরির ওয়েনবার্গ অ্যালেন স্কুলে এবং পরে দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস)। এখান থেকেই তাঁর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চাভিলাষী মনোভাবের ভিত্তি তৈরি হয়। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন ও বিক্রয় প্রচার নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি তাঁর গভীর টান শোবিজ দুনিয়ায় নিয়ে আসে। প্রয়াত দাদার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি নিজের নামের সঙ্গে ‘বীর’ যুক্ত করেন।
করণ প্রথম দর্শকের মন জয় করেন ২০০৫ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘রিমিক্স’-এর মাধ্যমে। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে বিবি অউর ম্যায় এবং জিদ্দি দিল মানে না। শুধু ছোট পর্দায় নয়, বলিউডেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেরে ড্যাড কি মারুতি’ এবং ‘রাগিনি এমএমএস ২’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি কাজ করেছেন, যেমন ‘ইটস নট দ্যাট সিম্পল’ এবং ‘কাপল অব মিস্টেকস’।
পর্দার বাইরে করণ তাঁর কর্মক্ষমতা প্রমাণ করেছেন ফিয়ার ফ্যাক্টর: খত্রোকে খিলাড়ি ১৪-এর বিজয়ী হয়ে। এ ছাড়া সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন।
তাঁর সর্বশেষ সাফল্য বিগ বস ১৮-এর শিরোপা জয়। এ জয় তাঁকে শুধু একজন প্রতিভাবান তারকা নয়, বরং এক অদম্য ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১২ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৪ ঘণ্টা আগে