হিন্দি বিনোদন জগতের বহুমুখী প্রতিভার অধিকারী বিগ বস-১৮ বিজয়ী করণ বীর মেহরা। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার তাঁর। বিগ বস তাঁকে ভারতজুড়ে আরও এক নতুন পরিচয় এনে দিয়েছে। প্রতিভাবান তরুণ অভিনেতা থেকে বনে গেছেন জনপ্রিয় তারকা।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা করণের। শিক্ষাজীবন শুরু হয় মুসৌরির ওয়েনবার্গ অ্যালেন স্কুলে এবং পরে দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস)। এখান থেকেই তাঁর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চাভিলাষী মনোভাবের ভিত্তি তৈরি হয়। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন ও বিক্রয় প্রচার নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি তাঁর গভীর টান শোবিজ দুনিয়ায় নিয়ে আসে। প্রয়াত দাদার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি নিজের নামের সঙ্গে ‘বীর’ যুক্ত করেন।
করণ প্রথম দর্শকের মন জয় করেন ২০০৫ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘রিমিক্স’-এর মাধ্যমে। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে বিবি অউর ম্যায় এবং জিদ্দি দিল মানে না। শুধু ছোট পর্দায় নয়, বলিউডেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেরে ড্যাড কি মারুতি’ এবং ‘রাগিনি এমএমএস ২’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি কাজ করেছেন, যেমন ‘ইটস নট দ্যাট সিম্পল’ এবং ‘কাপল অব মিস্টেকস’।
পর্দার বাইরে করণ তাঁর কর্মক্ষমতা প্রমাণ করেছেন ফিয়ার ফ্যাক্টর: খত্রোকে খিলাড়ি ১৪-এর বিজয়ী হয়ে। এ ছাড়া সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন।
তাঁর সর্বশেষ সাফল্য বিগ বস ১৮-এর শিরোপা জয়। এ জয় তাঁকে শুধু একজন প্রতিভাবান তারকা নয়, বরং এক অদম্য ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
হিন্দি বিনোদন জগতের বহুমুখী প্রতিভার অধিকারী বিগ বস-১৮ বিজয়ী করণ বীর মেহরা। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার তাঁর। বিগ বস তাঁকে ভারতজুড়ে আরও এক নতুন পরিচয় এনে দিয়েছে। প্রতিভাবান তরুণ অভিনেতা থেকে বনে গেছেন জনপ্রিয় তারকা।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা করণের। শিক্ষাজীবন শুরু হয় মুসৌরির ওয়েনবার্গ অ্যালেন স্কুলে এবং পরে দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস)। এখান থেকেই তাঁর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চাভিলাষী মনোভাবের ভিত্তি তৈরি হয়। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন ও বিক্রয় প্রচার নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি তাঁর গভীর টান শোবিজ দুনিয়ায় নিয়ে আসে। প্রয়াত দাদার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি নিজের নামের সঙ্গে ‘বীর’ যুক্ত করেন।
করণ প্রথম দর্শকের মন জয় করেন ২০০৫ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘রিমিক্স’-এর মাধ্যমে। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে বিবি অউর ম্যায় এবং জিদ্দি দিল মানে না। শুধু ছোট পর্দায় নয়, বলিউডেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেরে ড্যাড কি মারুতি’ এবং ‘রাগিনি এমএমএস ২’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি কাজ করেছেন, যেমন ‘ইটস নট দ্যাট সিম্পল’ এবং ‘কাপল অব মিস্টেকস’।
পর্দার বাইরে করণ তাঁর কর্মক্ষমতা প্রমাণ করেছেন ফিয়ার ফ্যাক্টর: খত্রোকে খিলাড়ি ১৪-এর বিজয়ী হয়ে। এ ছাড়া সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন।
তাঁর সর্বশেষ সাফল্য বিগ বস ১৮-এর শিরোপা জয়। এ জয় তাঁকে শুধু একজন প্রতিভাবান তারকা নয়, বরং এক অদম্য ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
২ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
২ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
২ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে