Ajker Patrika

ভারতের প্রথম মাল্টিভার্স সুপারহিরো সিনেমায় নিভিন

বিনোদন ডেস্ক
নিভিন পাউলি। ছবি: ইনস্টাগ্রাম
নিভিন পাউলি। ছবি: ইনস্টাগ্রাম

সুপারহিরোদের নিয়ে গল্প বলার ক্ষেত্রে বরাবরই এগিয়ে হলিউড। কাল্পনিক জগতের অতিমানব, অদৃশ্য শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তাদের নানা হিরোইজম হামেশায় দেখা যায় হলিউডের পর্দায়। এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ভারতীয় সিনেমা। এই প্রথম এমন একটি উদ্যোগ নিয়েছে মালয়ালম ইন্ডাস্ট্রি। তৈরি হচ্ছে ভারতের প্রথম মাল্টিভার্স সুপারহিরো সিনেমা। নাম ‘মাল্টিভার্স মন্মধন’। এতে সুপারহিরো হিসেবে হাজির হবেন নিভিন পাউলি।

গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নিভিন। মাল্টিভার্স মন্মধন বানাবেন আদিত্যায়ন চন্দ্রশেখর। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘এনকিলুম চন্দ্রিকে’ ও ২০১৯ সালের মিনি সিরিজ ‘অ্যাভারেজ আম্বিলি’র জন্য পরিচিতি তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। নিভিন পাউলির এই নতুন সিনেমার ঘোষণা বেশ সাড়া ফেলেছে, কারণ অনেক দিন ধরেই কিছুটা ব্যাকফুটে ছিলেন তিনি।

মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা নিভিন। ‘নেরাম’, ‘ওম শান্তি ওশানা’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘প্রেমাম’, ‘কায়ামকুলাম কোচুন্নি’—২০১১ সাল থেকে এমন অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত কয়েকটা বছর নিভিনের সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারছিল না। এ ছাড়া গত বছর দুবাইয়ে আইনি জটিলতায় জড়িয়ে সমালোচিতও হন তিনি। যদিও পুলিশ পরবর্তী সময়ে জানিয়েছিল, ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছিল তাঁকে।

ওই দুঃসময়ের মধ্যে নিভিন ভক্তদের কথা দিয়েছিলেন, এ বছর দারুণ কিছু সিনেমা নিয়ে নতুনভাবে ফিরবেন। মাল্টিভার্স মন্মধনের মাধ্যমে সে কথাই রাখলেন নিভিন। শিগগিরই মুক্তি পাবে ‘ডিয়ার স্টুডেন্টস’, এতে তাঁর সঙ্গী নয়নতারা। আসবে তামিল সিনেমা ‘ইয়েজু কাদাল ইয়েজু মালাই’ এবং ওয়েব সিরিজ ‘ফার্মা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত