একসময়ের দাপুটে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, যাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। ভালোবেসে ঘর বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘ। তবে প্রায় দুই মাস ধরে গুঞ্জন চলছে—ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে।
‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে।
সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’
৪২ বছরে পা দিলেও এখনো বিয়ে করেননি নিমরত। প্রায়ই সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় এই অভিনেত্রীকে। নিমরত এ-ও বলেন, তিনি কেন বিয়ে করতে চান না—এ নিয়ে কেউ কখনো প্রশ্ন করে না। ওই সময় নিমরত জানিয়েছিলেন, তাঁর বিয়ে করার ইচ্ছে নেই এমন নয়। সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে তবেই বিয়ে করবেন।
সাক্ষাৎকারে একসময় নিমরতের সামনেই ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসাও করেছিলেন অভিষেক। স্ত্রীর প্রশংসায় অভিষেক বলেছিলেন, জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিষেক এ-ও বলেন, ‘অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনো করতে দেখিনি। ঐশ্বরিয়াকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’
আরও পড়ুন:
একসময়ের দাপুটে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, যাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। ভালোবেসে ঘর বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘ। তবে প্রায় দুই মাস ধরে গুঞ্জন চলছে—ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে।
‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে।
সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’
৪২ বছরে পা দিলেও এখনো বিয়ে করেননি নিমরত। প্রায়ই সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় এই অভিনেত্রীকে। নিমরত এ-ও বলেন, তিনি কেন বিয়ে করতে চান না—এ নিয়ে কেউ কখনো প্রশ্ন করে না। ওই সময় নিমরত জানিয়েছিলেন, তাঁর বিয়ে করার ইচ্ছে নেই এমন নয়। সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে তবেই বিয়ে করবেন।
সাক্ষাৎকারে একসময় নিমরতের সামনেই ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসাও করেছিলেন অভিষেক। স্ত্রীর প্রশংসায় অভিষেক বলেছিলেন, জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিষেক এ-ও বলেন, ‘অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনো করতে দেখিনি। ঐশ্বরিয়াকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’
আরও পড়ুন:
গত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি।
২ ঘণ্টা আগেভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা।
২ ঘণ্টা আগেঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের ‘সিতারে জমিন পার’। গত মাসেই জানা গিয়েছিল আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি। এবার প্রকাশ করা হলো সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এতে ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান; যাঁদের প্রত্যেকেই অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের।
২ ঘণ্টা আগেটালিউডে নিয়মিত কাজ করতে চান আরিফিন শুভ। আর তাই সেখানে থাকার ঠিকানা খুঁজছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, টালিউডের নির্মাতারা তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিতে চান তিনি।
১৬ ঘণ্টা আগে