বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে গত ২০ ডিসেম্বর টালিউডে অভিষেক হলো অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। কিন্তু দেশে শুটিং থাকায় তখন কলকাতায় যাওয়া হয়নি তাঁর। সে জন্য মন খারাপ ছিল। তবে এখন হাসি ফুটেছে তাঁর ঠোঁটে। কারণ, যে নাটকের শুটিংয়ের কারণে যাওয়া হয়নি নিজের অভিনীত সিনেমার প্রচারে, সেই নাটক এখন প্রস্তুত ভালোবাসা দিবসের জন্য।
নাটকের নাম ‘মন-দুয়ারী’। অপূর্ব বলেন, ‘টালিউডে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আর আমি সেই আয়োজনে থাকতে পারছি না, খুব মন খারাপ হয়েছিল তখন। এখন একটু হালকা লাগছে। কারণ, যে নাটকের জন্য এতটা সেক্রিফাইস করেছি, সেই নাটক মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে। নির্মাতার প্রতি যে কমিটমেন্ট ছিল সেটা রাখতে পেরেছি এবং ভালো একটা নাটক দর্শকদের উপহার দিতে পারছি, এটাও তো বড় আনন্দের।’
মন-দুয়ারী পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। যৌথভাবে রচনা করেছেন নাসির খান ও জাকারিয়া সৌখিন। সৌখিনের সঙ্গে আগেও অনেক কাজ করা হয়েছে অপূর্বর। প্রতিটি কাজই দর্শকপ্রিয় হয়েছে। তাই এবারও নাটকটির জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী দুজনেই।
মন-দুয়ারীতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। তবে অপূর্বর সঙ্গে এবারই তাঁর প্রথম অভিনয়। নিহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার স্বপ্নটা অনেক দিনের। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি এবং নির্মাতা সৌখিন ভাই আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো অভিনয় করার।’
পরিচালক জাকারিয়া সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকের গল্পে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে আসে দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। অপূর্বর সঙ্গে পরিচয় হয় দুষ্টু-মিষ্টি মেয়ে নিহার। ধীরে ধীরে দুজনের মাঝে প্রেম হয়ে যায়। নিহার সান্নিধ্যে একে একে খুলে যায় অপূর্বর মনের বন্ধ দুয়ার। তাই সে মেয়েটির নাম রাখে ‘মন-দুয়ারী’।
নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এটা বড় আয়োজনের নাটক। দীর্ঘদিন আমরা এই একটি নাটকের শুটিং করেছি ঢাকা, নবাবগঞ্জ ও রাজশাহীতে। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। চরিত্র ফুটিয়ে তুলতে মাথার চুল কেটে ছোট করাসহ যা যা প্রয়োজন, সবই করেছি। সৌখিনের যেমন আমার ওপর আস্থা আছে, আমারও তাই। আর নিহাও দারুণ অভিনয় করেছে। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।’
সাধারণত নিজের প্রতিটি নাটকেই নতুন গান উপহার দেন সৌখিন। এই নাটকেও থাকছে নতুন দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর ও কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ, সংগীত আয়োজন করেছেন সজীব দাশ।
মন-দুয়ারীর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।
প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে গত ২০ ডিসেম্বর টালিউডে অভিষেক হলো অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। কিন্তু দেশে শুটিং থাকায় তখন কলকাতায় যাওয়া হয়নি তাঁর। সে জন্য মন খারাপ ছিল। তবে এখন হাসি ফুটেছে তাঁর ঠোঁটে। কারণ, যে নাটকের শুটিংয়ের কারণে যাওয়া হয়নি নিজের অভিনীত সিনেমার প্রচারে, সেই নাটক এখন প্রস্তুত ভালোবাসা দিবসের জন্য।
নাটকের নাম ‘মন-দুয়ারী’। অপূর্ব বলেন, ‘টালিউডে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আর আমি সেই আয়োজনে থাকতে পারছি না, খুব মন খারাপ হয়েছিল তখন। এখন একটু হালকা লাগছে। কারণ, যে নাটকের জন্য এতটা সেক্রিফাইস করেছি, সেই নাটক মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে। নির্মাতার প্রতি যে কমিটমেন্ট ছিল সেটা রাখতে পেরেছি এবং ভালো একটা নাটক দর্শকদের উপহার দিতে পারছি, এটাও তো বড় আনন্দের।’
মন-দুয়ারী পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। যৌথভাবে রচনা করেছেন নাসির খান ও জাকারিয়া সৌখিন। সৌখিনের সঙ্গে আগেও অনেক কাজ করা হয়েছে অপূর্বর। প্রতিটি কাজই দর্শকপ্রিয় হয়েছে। তাই এবারও নাটকটির জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী দুজনেই।
মন-দুয়ারীতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। তবে অপূর্বর সঙ্গে এবারই তাঁর প্রথম অভিনয়। নিহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার স্বপ্নটা অনেক দিনের। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি এবং নির্মাতা সৌখিন ভাই আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো অভিনয় করার।’
পরিচালক জাকারিয়া সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকের গল্পে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে আসে দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। অপূর্বর সঙ্গে পরিচয় হয় দুষ্টু-মিষ্টি মেয়ে নিহার। ধীরে ধীরে দুজনের মাঝে প্রেম হয়ে যায়। নিহার সান্নিধ্যে একে একে খুলে যায় অপূর্বর মনের বন্ধ দুয়ার। তাই সে মেয়েটির নাম রাখে ‘মন-দুয়ারী’।
নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এটা বড় আয়োজনের নাটক। দীর্ঘদিন আমরা এই একটি নাটকের শুটিং করেছি ঢাকা, নবাবগঞ্জ ও রাজশাহীতে। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। চরিত্র ফুটিয়ে তুলতে মাথার চুল কেটে ছোট করাসহ যা যা প্রয়োজন, সবই করেছি। সৌখিনের যেমন আমার ওপর আস্থা আছে, আমারও তাই। আর নিহাও দারুণ অভিনয় করেছে। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।’
সাধারণত নিজের প্রতিটি নাটকেই নতুন গান উপহার দেন সৌখিন। এই নাটকেও থাকছে নতুন দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর ও কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ, সংগীত আয়োজন করেছেন সজীব দাশ।
মন-দুয়ারীর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১০ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১২ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১৩ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৬ ঘণ্টা আগে