ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক কালো রাত ২৫ মার্চ। ১৯৭১ সালের সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালায় নিরীহ বাঙালির ওপর। ভয়াল সেই কালরাতে শহীদ হওয়া অসংখ্য বাঙালির স্মরণে ২০১১ সাল থেকে প্রতিবছর লালযাত্রার আয়োজন করে নাট্য সংগঠন প্রাচ্যনাট। এবারও হচ্ছে না এর ব্যতিক্রম।
শহীদদের স্মরণে স্বাধীনভাবে ঐক্যের বন্ধনে হেঁটে যাওয়ার উদ্দেশ্যেই ‘লালযাত্রা’। আজ শনিবার ২৫ মার্চ বিকেল ৪টায় প্রাচ্যনাটের উদ্যোগে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত।
এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হবে এবারের লালযাত্রা।
লালযাত্রার ভাবনা যাঁর মাথা থেকে, সেই রাহুল আনন্দ জানিয়েছেন, ‘প্রতিবছর ২৫ মার্চ দিনটায় প্রাচ্যনাট ও বন্ধুরা মিলে আমরা সব শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ২০১১ সালে আমরা শুরুটা করেছিলাম একাত্তরের কালরাতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। তারপর থেকে ভাষার জন্য যাঁরা জীবন দিলেন, রক্ত দিলেন; মুক্তিযুদ্ধের আগে ও পরে যাঁরা দেশের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন—সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এই ‘লালযাত্রা’।
প্রাচ্যনাটের পক্ষ থেকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়, ‘প্রতিবারের মতোই এবারের আয়োজনেও সবাই আমাদের সঙ্গী হবেন, হাতে হাত রেখে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে—এটাই প্রত্যাশা করি।’
ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক কালো রাত ২৫ মার্চ। ১৯৭১ সালের সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালায় নিরীহ বাঙালির ওপর। ভয়াল সেই কালরাতে শহীদ হওয়া অসংখ্য বাঙালির স্মরণে ২০১১ সাল থেকে প্রতিবছর লালযাত্রার আয়োজন করে নাট্য সংগঠন প্রাচ্যনাট। এবারও হচ্ছে না এর ব্যতিক্রম।
শহীদদের স্মরণে স্বাধীনভাবে ঐক্যের বন্ধনে হেঁটে যাওয়ার উদ্দেশ্যেই ‘লালযাত্রা’। আজ শনিবার ২৫ মার্চ বিকেল ৪টায় প্রাচ্যনাটের উদ্যোগে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত।
এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হবে এবারের লালযাত্রা।
লালযাত্রার ভাবনা যাঁর মাথা থেকে, সেই রাহুল আনন্দ জানিয়েছেন, ‘প্রতিবছর ২৫ মার্চ দিনটায় প্রাচ্যনাট ও বন্ধুরা মিলে আমরা সব শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ২০১১ সালে আমরা শুরুটা করেছিলাম একাত্তরের কালরাতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। তারপর থেকে ভাষার জন্য যাঁরা জীবন দিলেন, রক্ত দিলেন; মুক্তিযুদ্ধের আগে ও পরে যাঁরা দেশের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন—সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এই ‘লালযাত্রা’।
প্রাচ্যনাটের পক্ষ থেকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়, ‘প্রতিবারের মতোই এবারের আয়োজনেও সবাই আমাদের সঙ্গী হবেন, হাতে হাত রেখে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে—এটাই প্রত্যাশা করি।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে