তুরস্কে হলিউড তারকা ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘ক্যুয়ের’ সিনেমা নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে ইস্তাম্বুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে না স্ট্রিমিং সার্ভিস ‘মুবি’। ‘সমকামী’ বা ‘গে’ মানুষের প্রেমের সম্পর্কের গল্পে নির্মিত এই সিনেমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কি সরকার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যুয়ের চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল মুবি ফেস্ট। ইতালীয় নির্মাতা লুকা গুয়াদাগ্নিনো পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ, ওমর অ্যাপোলো এবং ড্রু স্টার্কি।
সিনেমাটি মার্কিন লেখক উইলিয়াম এস বারোজের দ্বিতীয় উপন্যাস অবলম্বনে নির্মিত। উপন্যাসের উইলিয়াম লি’র চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। যিনি একজন মেক্সিকোর অভিবাসী হিসেবে কিছু সময়ের জন্য চাকরি ও রাষ্ট্রীয় সুযোগ–সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সিনেমায় স্টার্কি নামের একটি চরিত্র তাঁর প্রতি আকর্ষণ বোধ করেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নেন।
ক্যুয়ের ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। প্রদর্শনী শেষে হলরুমে ৯ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি পেয়েছিল এই সিনেমা।
সিনেমা সম্প্রচার প্ল্যাটফর্ম মুবি জানিয়েছে, শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ক্যুয়ের সিনেমাটিকে ‘প্ররোচনামূলক বিষয়বস্তু’ আখ্যা দিয়ে ‘সমাজের শান্তির জন্য বিপজ্জনক’ উল্লেখ করে প্রদর্শনী নিষিদ্ধ করে ইস্তাম্বুলের কাদিকোয়ে পৌরসভা প্রশাসন। তারা এই সিদ্ধান্ত তুর্কি ভাষার ইনস্টাগ্রামে পোস্ট করেছে।
মুবি থেকে বলা হয়, প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত শিল্প সৃষ্টি এবং প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করেছে। এই উৎসবগুলো এমন স্থান যেখানে শিল্প এবং সাংস্কৃতিক বৈচিত্র্যগুলোকে সম্মান ও উদ্যাপন করা হয়। এই নিষেধাজ্ঞা শুধু একটি সিনেমাকে নয় বরং পুরো উৎসবের অর্থ এবং উদ্দেশ্যকে কেড়ে নিয়েছে।
তুরস্কে হলিউড তারকা ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘ক্যুয়ের’ সিনেমা নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে ইস্তাম্বুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে না স্ট্রিমিং সার্ভিস ‘মুবি’। ‘সমকামী’ বা ‘গে’ মানুষের প্রেমের সম্পর্কের গল্পে নির্মিত এই সিনেমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কি সরকার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যুয়ের চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল মুবি ফেস্ট। ইতালীয় নির্মাতা লুকা গুয়াদাগ্নিনো পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ, ওমর অ্যাপোলো এবং ড্রু স্টার্কি।
সিনেমাটি মার্কিন লেখক উইলিয়াম এস বারোজের দ্বিতীয় উপন্যাস অবলম্বনে নির্মিত। উপন্যাসের উইলিয়াম লি’র চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। যিনি একজন মেক্সিকোর অভিবাসী হিসেবে কিছু সময়ের জন্য চাকরি ও রাষ্ট্রীয় সুযোগ–সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সিনেমায় স্টার্কি নামের একটি চরিত্র তাঁর প্রতি আকর্ষণ বোধ করেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নেন।
ক্যুয়ের ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। প্রদর্শনী শেষে হলরুমে ৯ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি পেয়েছিল এই সিনেমা।
সিনেমা সম্প্রচার প্ল্যাটফর্ম মুবি জানিয়েছে, শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ক্যুয়ের সিনেমাটিকে ‘প্ররোচনামূলক বিষয়বস্তু’ আখ্যা দিয়ে ‘সমাজের শান্তির জন্য বিপজ্জনক’ উল্লেখ করে প্রদর্শনী নিষিদ্ধ করে ইস্তাম্বুলের কাদিকোয়ে পৌরসভা প্রশাসন। তারা এই সিদ্ধান্ত তুর্কি ভাষার ইনস্টাগ্রামে পোস্ট করেছে।
মুবি থেকে বলা হয়, প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত শিল্প সৃষ্টি এবং প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করেছে। এই উৎসবগুলো এমন স্থান যেখানে শিল্প এবং সাংস্কৃতিক বৈচিত্র্যগুলোকে সম্মান ও উদ্যাপন করা হয়। এই নিষেধাজ্ঞা শুধু একটি সিনেমাকে নয় বরং পুরো উৎসবের অর্থ এবং উদ্দেশ্যকে কেড়ে নিয়েছে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১১ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১১ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১১ ঘণ্টা আগে