Ajker Patrika

শপিংমলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় আহত অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৫: ১১
Thumbnail image

রাজধানীর কুড়িল এলাকার একটি শপিংমলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আজকের পত্রিকাকে ফারিণের দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারিণের পায়ের আঘাত গুরুতর। 

বাবাকে নিয়ে কুড়িলে শপিং করতে গিয়েছিলেন অভিনেত্রী ফারিণ। চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার সময় তাঁর দুই পায়ে একটি অরক্ষিত রডের আঘাত লাগে বলে গণমাধ্যমে খবর এসেছে। দুর্ঘটনার পর তাঁকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: ইনস্টাগ্রাম

ঘটনার বিষয়ে ফারিণের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আজ শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে যাঁরা ফোন বা টেক্সট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি এখন বাসায় আছি, বিশ্রাম নিচ্ছি। শারীরিকভাবেও আমি ঠিকাছি।’ 

পরে আরেক পোস্টে ঘটনার বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

চলতি মাসের ১৫ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট ২’। তবে কাতার বিশ্বকাপের জন্য তা পিছিয়ে যায়। এ মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথাও ছিল ফারিণের। কিন্তু সেই সিনেমারও মুক্তির সময় পিছিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত